• বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু, বাজার করেও বাড়ি ফেরা হলো না অরূপের
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৫
  • বাড়ি ফেরার সময়ে এক সাইকেল আরোহীকে পিষে দিল বেপরোয়া লরি। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো ওই আরোহীর। বাঁকুড়ার বেলিয়াতোড়ের ঘটনা। এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘাতক লরিটিকে আটক করে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ করা হয় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক।

    মৃত অরূপ মাঝি বেলিয়াতোড় থানার সারেঙ্গা গ্রামের বাসিন্দা। পেশায় চাষি অরূপ নিজের ফলানো সবজি নিয়ে সাইকেলে চড়ে বেলিয়াতোড়ে এসেছিলেন। বিক্রিবাট্টা সেরে স্থানীয় মুদিখানার দোকান থেকে জিনিসপত্র কিনে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্গাপুর থেকে বাঁকুড়ার দিকে বেপরোয়া গতিতে যাওয়া একটি লরি তাঁর সাইকেলে ধাক্কা মারে, অরূপ ছিটকে মাটিতে পড়লে তাঁকে পিষে দেয়।

    স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র শীট জানান, তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে সূত্রের খবর। অরূপের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকাবাসী মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঘাতক লরিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়। পরে বেলিয়াতোড় থানার পুলিশ আস্বাস দিলে অবরোধ ওঠে।

  • Link to this news (এই সময়)