• স্করপিওর ধাক্কায় CBI-এর আইনজীবীর মৃত্যু, নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন?
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৫
  • পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সিবিআই-এর আইনজীবী শেখ আদিল নবীর (৩৫)। গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি। আচমকাই পিছন থেকে একটি স্করপিও এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এটা নিছকই দুর্ঘটনা, না পরিকল্পিত খুন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্করপিওর চালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

    শেখ আদিল নবী জম্মুর বাসিন্দা। ইউপিএসসি-তে উত্তীর্ণ হন তিনি। কয়েক দিন আগে চণ্ডীগড়ে দেশের শীর্ষ তদন্ত সংস্থা সিবিআই-তে পাবলিক প্রসিকিউটর হিসেবে যোগ দেন তিনি। শুক্রবার রামবান জেলায় জাতীয় সড়কে নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আচমকাই পিছন থেকে একটি স্করপিও এসে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় নবীর গাড়ি।

    দুর্ঘটনায় গুরুতর জখম হন আদিল। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরাই গুরুতর জখম আদিলকে বানিহালের সাব-ডিভিশনাল হাসপাতালে ভর্তি করেন। তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু আদিলকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালেই কিছুক্ষণ পরে মৃত্যু হয় তাঁর।

    দুর্ঘটনা প্রসঙ্গে রামবান জেলার সিনিয়র পুলিশ সুপার পুলিশ অরুণ গুপ্তা বলেন, ‘আদিল শেখ পাবলিক প্রসিকিউটর ছিলেন। দু’মাস আগে চণ্ডীগড়ে সিবিআই-তে যোগ দেন।’ ঘাতক মহিন্দ্রা স্করপিও গাড়িটির চালক মহম্মদ শাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)