• 'পরিযায়ী শ্রমিক খুনে ওড়িশায় রাজ্য পুলিশ', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
    আজ তক | ২৭ ডিসেম্বর ২০২৫
  • বাংলাদেশি সন্দেহে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার হামলার প্রতিবাদে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি। নির্মম অত্যাচার ও নিগ্রহের তীব্র নিন্দা জানাচ্ছি।' সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি শাসিত ওড়িশা রাজ্যে নানা অত্যাচার নেমে এসেছে। এই ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন মমতা। 
    এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, 'প্রতিটি বিজেপি - শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেইসব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি, সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেবো। মানুষের জীবনের বিনিময়ে কোন মূল্য হয় না, কিন্তু যেসব ক্ষেত্রে মৃত্যু ঘটছে সেইসব  ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের অঙ্গীকার রইল।' (বানান ও বাক্য গঠন অসম্পাদিত)

    তিনি যোগ করেন, 'অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি- শাসিত ওড়িশা রাজ্যে নানা অত্যাচার নেমে এসেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে  সম্বলপুরে  ২৪ শে ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ওড়িশা থেকে সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছেন।  এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি এবং নিহতের পরিবারের প্রতি আমাদের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে।' (বানান ও বাক্য গঠন অসম্পাদিত)

    পাশাপাশি ওড়িশায় তদন্তের জন্য রাজ্য পুলিশ গিয়েছে বলেও জানান মমতা। লেখেন, 'বিজেপি - শাসিত  রাজ্যগুলির এই সমস্ত ঘটনায় নিগ্রহকারীদের প্রতি আমাদের নিন্দা ও নিগৃহীতদের জন্য আমাদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি রইল। বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। নিহত তরুণ জুয়েল রানার ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে সুতি থানায়  জিরো এফ আই আর রুজু করেছে এবং ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমার রাজ্যের পুলিশ টিম ওড়িশা গিয়েছে তদন্তের জন্য।' (বানান ও বাক্য গঠন অসম্পাদিত)
  • Link to this news (আজ তক)