রেকর্ড গড়ে আরও নামল পারদ, মরশুমের শীতলতম দিন পেল কলকাতা
বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
কলকাতা, ২৭ ডিসেম্বর: ডিসেম্বরের একেবারে শেষলগ্নে স্বমূর্তি ধরেছে শীত। অব্যাহত পারদ পতন। সেইসঙ্গে ডিসেম্বর মাসজুড়ে জারি রেকর্ড ভাঙা-গড়ার খেলা। শনিবার চলতি মরশুমের শীতলতম সকালের সাক্ষী থাকল কলকাতাবাসী। তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা শহরে এখনও পর্যন্ত মরশুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি। যা ছিল মরশুমের এপর্যন্ত শীতলতম দিন। কলকাতার পাশাপাশি ঠান্ডায় জবুথবু উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান বীরভূমের শ্রীনিকেতন। সকালে তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।আলিপুর আবহাওয়া দপ্তরেরর তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বছরের শেষ শনিবার কার্যত ফেস্টিভ মুডে শহর কলকাতা। কেউ বাড়িতে ছুটি নিয়ে শীতের রোদ উপভোগ করেছেন। কেউ আবার পরিবার, বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছেন বেড়াতে। একটু বেলা বাড়তেই ভিড় বাড়ছে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, নিউ মার্কেটে। ভিড় টানছে ইকোপার্কও।উত্তরবঙ্গের সমতলের জেলাগুলির মধ্যে শীতলতম স্থান আলিপুরদুয়ার। সেখানে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়িতে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। ফলে অনেকটাই দেরিতে খুলছে দোকানপাট। তবে ভোর থেকে ভিড় জমছে চায়ের দোকানে। রাস্তার মোড়ে মোড়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষজনকে। তবে ঠান্ডার এই আমেজ উপভোগ করতে ডুয়ার্সে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। অন্যদিকে, দার্জিলিং পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমে এসেছে সাড়ে ৪ ডিগ্রিতে।