পরিবারের চার সদস্যকে এসআইআর নোটিশ! চক্রান্তের অভিযোগ কাকলির
বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: খসড়া তালিকায় নাম ওঠেনি। যার ফলে এসআইআরের শুনানিতে ডাক পেলেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যেরা। তাঁর পরিবারের মোট চারজনকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। নোটিশ প্রাপকদের মধ্যে অন্যতম কাকলির মা ইরা মিত্র। ৯০ বছর বয়সি বৃদ্ধাকে শুনানির জন্য ডাকা হয়েছে। এছাড়াও শুনানিতে ডাকা হয়েছে সাংসদের দুই ছেলে, পেশায় চিকিৎসক বিশ্বনাথ ঘোষ দস্তিদার ও বৈদ্যনাথ ঘোষ দস্তিদারকে। এছাড়া কাকলির ছোট বোন পিয়ালি মিত্রকেও ডাকা হয়েছে শুনানির জন্য।
কাকলির দুই ছেলে কলকাতার ভোটার। মা ও বোন উত্তর ২৪ পরগনায় ভোট দিয়ে এসেছেন এতদিন। মধ্যমগ্রামের দিগবেরিয়ায় ভোট দিয়ে এসেছেন তাঁরা। সেই মতো কাকলির দুই ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসত ২ নম্বর ব্লকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
স্বভাবতই গোটা ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন কাকলি। এটি বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সাংসদের। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি গত ৫০ বছর রাজনীতি করছি। তার পরেও আমার পরিবারের সদস্যদের কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছে! আমার ক্ষেত্রেই যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষকে কীভাবে হয়রানি করা হচ্ছে, তা বোঝা যাচ্ছে।’
আজ, শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআরের শুনানি পর্ব। ঠিক কতজন ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়বে, তা নিশ্চিত হবে শুনানির মাধ্যমেই। শুনানির নামে যাতে কোনও সাধারণ মানুষকে হয়রানির মুখে না পড়তে হয়, সেই দাবি জানিয়েছে তৃণমূল। এই ইস্যুতে আজ দুপুরে কলকাতায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তাদের একটি প্রতিনিধিদল।