পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে পৌনে ৮টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড সূত্রে খবর, ক্রেনের সাহায্যে ট্রেলারের বডি সরানোর কাজ চলছে। ড্রাইভার কেবিনের অংশ সরানো সম্ভব হয়েছে। এই মুহুর্তে কলকাতামুখী যান চলাচল প্রায় স্বাভাবিক। তবে, ব্রিজের কলকাতা থেকে হাওড়ামুখী লেনের যান চলাচল কিছুটা ব্যাহত রয়েছে।