• মোদি ফিরতেই হুলস্থুল! যোগীরাজ্যে লুট ১০ লাখ টাকার ফুলগাছ, এফআইআরের ভাবনা কর্তৃপক্ষের
    প্রতিদিন | ২৭ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে লখনউতে উদ্বোধন হল ‘রাষ্ট্র প্রেরণা স্থল’। বৃহস্পতিবার লখনউয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, প্রধানমন্ত্রী চলে যেতেই তাল কাটল অনুষ্ঠানের। চুরি হয়ে গেল প্রায় সাত হাজার টব!

    জানা গিয়েছে, বৃহস্পতিবার লখনউ সফরে যান প্রধানমন্ত্রী। এই সময় অনুষ্ঠানস্থল সাজানোর জন্য বহু ফুলের গাছ আনা হয়। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই দেখা গেল লুটের ছবি। প্রধানমন্ত্রীর লখনউ সফর শেষ হতে না হতেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের রাজধানী শহরের একটি ভিডিও। দেখা গিয়েছে, প্রায় ১০ লাখ টাকা দামের সাত হাজার ফুলের টব চুরি হয়েছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সাজাতে ব্যবহার হওয়া এই গাছগুলি ৬০ লক্ষ টাকা খরচে তৈরি উদ্যান পালন প্রোজেক্টের অংশ।

    প্রকাশ্যে চুরির এই ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা গিয়েছে, সাধারণ মানুষ গাড়ি এবং স্কুটার থামিয়ে ফুলের টব চুরি করছেন। স্থানীয় এক দোকানদার জানিয়েছেন, ‘স্কুটার এবং গাড়িতে এসে বহু মানুষ দ্রুত ফুলের টব তুলে পালিয়েছেন। পুলিশের সামনেই চলেছে দেদার চুরি।’

    এরপরেই ৩০ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করে এলডিএ। বাকি থাকা টব বাঁচাতেই এই পদক্ষপে করা হয় বলে জানা গিয়েছে। কিছু এলাকা থেকে টব তুলে লোহিয়া পার্কে সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এলডিএ-র ভাইস চেয়ারম্যান প্রমোথেশ কুমার জানিয়েছে, এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হবে।

    বৃহস্পতিবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর ভাষণে বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটলবিহারী বাজপেয়ীর আদর্শ আজ ভারতকে নতুন পথ দেখাচ্ছে। তিনি জানান, ডঃ মুখোপাধ্যায়ের ‘এক বিধান, এক নিশান, এক প্রধান’-এর স্বপ্ন আজ বাস্তবে রূপ পেয়েছে। বিগত ১১ বছরে দেশে দারিদ্র্য দূরীকরণে যে সাফল্য এসেছে, তাকে তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয় দর্শন’-এর জয় হিসেবে বর্ণনা করেন। প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন।
  • Link to this news (প্রতিদিন)