• ‘বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়’, উল্টো সুর মিঠুনের গলাতেও, পাল্টা খোঁচা তৃণমূলের
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৫
  • ডিসেম্বরের শুরুতেই সংখ্যালঘুদের নিয়ে উল্টো সুর শোনা গিয়েছিল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তাঁর বক্তব্য ছিল, ‘মুসলিমদের ভোট আমি চাইনি বলিনি। মুসলিমদের ভোট আমরা পাইনা।’ অনেকটা একই সুর শোনা গেল তারকা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গলায়। শনিবার পশ্চিম বর্ধমানের কুলটিতে একটি জনসভায় মিঠুন বলেন, ‘বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়। মুসলমানদের মধ্যে যারা এই দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে বিজেপি।’

    শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা ময়দানে নেমে পড়েছেন। পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও। এ দিন কুলটি বিধানসভার অধীনে একটি ফুটবল ময়দানে জনসভার আয়োজন করেন জেলা বিজেপি নেতৃত্ব। কুলটি ও আসানসোল দক্ষিণ এই দু’টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে। তাই কুলটিতে জনসভা করার সিদ্ধান্ত নেয় বিজেপি। সেখানেই উপস্থিত ছিলেন মিঠুন।

    মুসলিমদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি সনাতনী ভোটারদের একজোট হওয়ার আহ্বান জানান মিঠুন। এ দিনের মঞ্চ থেকে বলেন ‘বাংলাকে বাংলাদেশ করে দেওয়া এত সহজ নয়। শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাকে বাঁচাব আমরা।’ বিধানসভা নির্বাচনে ক্ষমতা বৃদ্ধির জন্যে বিজেপির সংখ্যালঘু ভোটেরও প্রয়োজন, সেই চিন্তা থেকেই কী এই ধরনের বার্তা দিতে চাইছে বিজেপি নেতৃত্ব? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলের।

    যদিও হাজার চেষ্টা করলেও সংখ্যালঘু ভোট বিজেপির পক্ষে যাবে না বলেই দাবি করেছে রাজ্যের শাসকদল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘মুসলমানদের পাশি আছি এই কথা সভা করে বলতে হয় না আমাদের। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গেই আছেন। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছেন।’

  • Link to this news (এই সময়)