• ঘন কুয়াশায় আলিপুরদুয়ারে পথদুর্ঘটনা, মৃত তিন
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৫
  • ভয়াবহ পথদুর্ঘটনা আলিপুরদুয়ারে। মৃত তিন। শনিবার আলিপুরদুয়ারের গরমবস্তি এলাকায় ৩১/সি জাতীয় সড়কে একটি কন্টেনার গাড়ির সঙ্গে চার চাকার ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে পৌঁছনোর কারণেই এই দুর্ঘটনা বলে খবর।

    স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময়ে বিকট শব্দ হয় এলাকায়। তাঁরা ছুটে এসে দেখেন তিন জন রক্তাক্ত অবস্থায় পড়ে। একজন স্থির হয়ে পড়ে থাকলেও, দু’জন কাতরাচ্ছিলেন তখনও। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।

    ঘটনাস্থলে একজনের মৃত্যু হলেও বাকি দু’জনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। মৃতদের নাম মনোজিৎ বিশ্বাস, শৌভিক বিশ্বাস, রাজু মণ্ডল। একজনের বাড়ি সঙ্কোশ চা বাগান মহল্লায়, বাকি দু’জন আলিপুরদুয়ারের বাসিন্দা। তাঁরা শিলিগুড়ি যাচ্ছিলেন। এ দিকে দুর্ঘটনার পরেই গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালায় কন্টেনার গাড়ির চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)