• বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগে শিলিগুড়িতে রাস্তায় নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ
    আজ তক | ২৮ ডিসেম্বর ২০২৫
  • শিলিগুড়িতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নামল সংগঠন। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, 'বাংলাদেশে হিন্দুদের যেভাবে মারধর করা হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।' তাঁর দাবি, ইতিমধ্যেই ভিসা অফিস বন্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে অগ্নিগর্ভ বাংলাদেশ। রাস্তায় রাস্তায় আগুন, অবরোধ, ভাঙচুর। তারই মধ্যে ফের সামনে এসেছে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ। শুধু তাই নয়, ঢাকায় ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টার খবর এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

    এদিন বিক্রমাদিত্য মণ্ডল বলেন, 'যদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা না দেওয়া হয়, তাহলে আমরা বাংলাদেশি আধিকারিকদের এখানেও শান্তিতে থাকতে দেব না। আমরা তাদের উপর নির্যাতন করব না, কিন্তু শান্তিতে কাজ করতে দেব না। তাদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করব।' এই বক্তব্যেই স্পষ্ট, প্রতিবাদের ভাষা আর শুধু প্রতীকি নয়, বরং সরাসরি চাপ তৈরির কৌশলের দিকেই এগোচ্ছে আন্দোলন।

    সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাম্প্রতিক হিংসা সেই ভয়কে আরও প্রকট করেছে। মন্দির ভাঙচুর, বাড়িঘরে হামলা, মারধরের অভিযোগ; সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। সেই সঙ্গে ভারতবিরোধী স্লোগান ও হুমকি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সীমান্ত রাজ্যগুলিতে।

    এই প্রেক্ষিতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বক্তব্য, হিন্দুরা আর হাত-পা গুটিয়ে বসে থাকবে না। সংগঠনের নেতাদের দাবি, এটি কোনও আক্রমণাত্মক রাজনীতি নয়, বরং আত্মরক্ষার ভাষা। তাঁদের মতে, প্রতিবেশী দেশে যদি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তার প্রতিক্রিয়া যে এপার বাংলাতেও পড়বে, সেটাই স্বাভাবিক।

    রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে। আবার অন্য পক্ষের মতে, দীর্ঘদিন ধরে উপেক্ষিত সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে এমন কড়া প্রতিবাদ অনিবার্য। প্রশ্ন উঠছে, কূটনৈতিক স্তরে কি এই সংকটের কোনও সমাধান সম্ভব? নাকি রাস্তায় রাস্তায় প্রতিবাদই হয়ে উঠছে প্রধান ভাষা?

    বাংলাদেশের অশান্ত রাজনীতি, সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং তার প্রভাব ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে; এই ত্রিমুখী সংকট নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে উপমহাদেশের স্থিতিশীলতা নিয়ে। প্রতিবাদ, হুঁশিয়ারি আর পাল্টা প্রতিক্রিয়ার এই চক্র শেষ পর্যন্ত কোন দিকে যাবে, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক ও সামাজিক মহল।
  • Link to this news (আজ তক)