• ৩১ ডিসেম্বর দিল্লি যাবেন অভিষেক, জ্ঞানেশ কুমারকে করবেন এই প্রশ্ন
    আজ তক | ২৮ ডিসেম্বর ২০২৫
  • SIR কে কেন্দ্র করে ফের বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেন, আগামী ৩১ ডিসেম্বর তিনি দিল্লি যাবেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন ও অভিযোগ তুলে সরাসরি কমিশনের কাছে তথ্য চাইবেন বলে জানান তিনি।

    অভিষেকের অভিযোগ, খুব অল্প সময়ের মধ্যে জোর করে SIR প্রক্রিয়া করা হয়েছে। তাঁর দাবি, ২-৩ মাসের মধ্যেই এই সংশোধন প্রক্রিয়া শেষ করার চাপ তৈরি করা হয়েছিল। তিনি বলেন, ২০২১ এর হারের পর থেকেই পশ্চিমবঙ্গকে বিশেষভাবে টার্গেট করছে বিজেপি। রাজনৈতিক উদ্দেশ্যেই নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

    নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিষেক। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় ধরে কমিশনের তরফে কোনও স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, যদি ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তথ্যে ‘logical discrepancy’ থাকে, তবে তার বিস্তারিত তালিকা প্রকাশ করা উচিত। প্রত্যেক পাড়ায় কাদের, কী কারণে সমস্যা হচ্ছে, তার নাম প্রকাশ করার দাবি করেন অভিষেক। 

    ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পরিসংখ্যান তুলে ধরে অভিষেক জানান, পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় ১০ কোটি ৫ লক্ষ হলেও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার নাম। তাঁর প্রশ্ন, এই বাদ পড়া ভোটারদের মধ্যে প্রকৃত অনুপ্রবেশকারীর সংখ্যা কত? তিনি দাবি করেন, শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গেই সবচেয়ে কম ভোটার বাদ গিয়েছে, প্রায় ৫ শতাংশের মতো। তবু কেন রাজ্যকে এভাবে হেনস্থা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    তামিলনাড়ুর উদাহরণও দেন অভিষেক। তাঁর বক্তব্য, তামিলনাড়ুতে জনসংখ্যা প্রায় ৭ কোটি ৭৫ লক্ষ হলেও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫৭ লক্ষ ৩০ হাজার নাম। সীমান্তবর্তী রাজ্যগুলিতে কেন একইভাবে SIR কার্যকর হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

    এদিন সাংবাদিক বৈঠকে অভিষেক দাবি করেন, SIR এর কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাঁর বক্তব্য, এই আতঙ্কের কারণেই বহু মানুষ চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি জানান, প্রায় ৪৫ জন সাধারণ মানুষ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি BLO-দের উপর অতিরিক্ত চাপের কথাও তুলে ধরেন তিনি।

    প্রসঙ্গত, এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় বানানগত ভুল ও অন্যান্য তথ্যগত গরমিল সংশোধন চলছে। কমিশনের দাবি, এতে অযথা শুনানির সংখ্যা কমবে এবং ভোটার তালিকা আরও স্বচ্ছ হবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের ঘোষণার পর এখন ৩১ ডিসেম্বরের বৈঠকের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
  • Link to this news (আজ তক)