• রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, চর্চা রাজনৈতিক মহলে
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবার থেকে প্রবেশ করতে গেলে মানতে হবে কেন্দ্রীয় বাহিনীর নিয়ম-কানুন। তবেই গিয়ে এই দপ্তরে প্রবেশ করতে পারবেন। গোটা দেশে যেসব গুরুত্বপূর্ণ দপ্তর এবং মন্ত্রক রয়েছে এবং যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে এই একই নিয়ম বলবৎ রয়েছে, আর সেই নিয়মকেই কার্যত মান্যতা দিল নির্বাচন কমিশন। তাই এবার থেকে কেন্দ্রীয় বাহিনীকেই কাজে লাগাতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। অর্থাৎ এতদিন পর্যন্ত যে নিয়ম বলবৎ ছিল তা আর থাকছে না। কারা এই অফিসের কর্মী, কারা এই দপ্তরে আসেন নিয়ম করে, কাদের জন্য অগ্রাধিকার থাকবে এই সব কিছুই এবার ঠিক করবে কেন্দ্রীয় বাহিনী।এমনকি সংবাদমাধ্যমের গতিবিধিতেও রাশ টানতে চলছে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন। সকলের জন্যই একই নিয়ম লাগু হতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে প্রবেশের জন্য। একদিকে যেমন তৈরি হতে চলেছে নতুন পাস অন্যদিকে নির্দিষ্ট সময়ের আগে কেউই এই দপ্তরে প্রবেশ করতে পারবেন না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও সর্বদা থাকবে কেন্দ্রীয় বাহিনী। যদি নির্বাচন কমিশনের কাজে রাজ্যের কোনও জায়গায় সিইও সফর করেন  সেই সময়েও তার সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সম্প্রতি সিইও দপ্তরে বিএলওদের আন্দোলনের জন্য ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।আর এর পরিপ্রেক্ষিতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতা পুলিশের নগরপালকে চিঠি দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। তারপরেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সাম্প্রতিক অতীত থেকে শুরু করে রাজ্যে এখনও পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন হয়নি। এই প্রথম রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক ও তাঁর দপ্তরের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার এই সিদ্ধান্ত এখন সব মহলেই আলোচনার এক বড় বিষয়। যদিও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন গতিবিধির নিয়ন্ত্রণ হলেও এই দপ্তরে যাঁরা আসবেন আগের মতই তাঁদের কোনও অসুবিধা হবে না কাজের ক্ষেত্রে। 
  • Link to this news (বর্তমান)