• রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী
    দৈনিক স্টেটসম্যান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • কমিশনের একাংশের মতে, সম্প্রতি ‘আনম্যাপড ভোটার’ সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী শুনানির কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা সরাসরি দেখে নিতে চান কমিশনের শীর্ষ আধিকারিক।

    জ্ঞানেশ ভারতী রাজ্যে থাকাকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে একটি জরুরি বৈঠকও করবেন। ওই বৈঠকে এসআইআর সংক্রান্ত বর্তমান পরিস্থিতি, মাঠপর্যায়ে কাজের অগ্রগতি বিএলও ও ইআরওদের ভূমিকা, পাশাপাশি প্রযুক্তিগত সমস্যার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

    নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ৩১ ডিসেম্বর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারের। তার আগেই তিনি প্রাথমিক রিপোর্ট ও পর্যবেক্ষণ কমিশনের শীর্ষ মহলে তুলে ধরবেন বলে খবর।

    উল্লেখ্য, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই কমিশনের তরফে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)