• মারাঠির বদলে হিন্দি, ভাষা নিয়ে অসন্তোষে ৬ বছরের শিশুকে খুন মায়ের
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৫
  • ছ’বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ে। পুলিশ ৩০ বছর বয়সি ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। ঘটনার সময়ে অভিযুক্ত মহিলার স্বামী বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে।

    পুলিশ সূত্রের খবর, জন্ম থেকেই ছ’বছরের শিশুটির কথা বলা নিয়ে কিছু সমস্যা ছিল। সে সাবলীলভাবে মারাঠি ভাষায় কথা বলতে পারত না। তার বদলে হিন্দিতে কথা বলত। মেয়ের এই কথা বলার সমস্যা নিয়ে তার মা খুবই বিরক্ত ছিলেন। এমনকী, তিনি প্রায়ই তাঁর স্বামীকে বলতেন, মেয়ে ঠিকমতো কথা বলতে পারে না, তাই তাকে রাখা উচিত নয়। স্বামী বারবার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কোনও কাজ হয়নি।

    তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত ২৩ ডিসেম্বর রাতে ওই মহিলা নিজের মেয়েকে হত্যা করার সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, ওই দিনই শিশুটির ঠাকুরমা নাতনির জন্য উপহার নিয়ে দেখা করতে এসেছিলেন। কিন্তু নাতনির সঙ্গে তাঁর দেখা হয়নি। পরে ওইদিন রাতেই শিশুটির বাবা বাড়ি ফিরে এসে দেখেন মেয়ে কোনও সাড়া দিচ্ছে না। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক ভাবে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে শিশুটি মারা গিয়েছে।

    কিন্তু রায়গড় পুলিশের সিনিয়র অফিসার রাজেন্দ্র কোটে-র পুরো বিষয়টি দেখে সন্দেহ হয়। তিনি শিশুটির ময়নাতদন্তের নির্দেশ দেন। আর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই আসল সত্য বেরিয়ে আসে। জানা যায়, শিশুটির মৃত্যু স্বাভাবিক নয়, বরং শ্বাসরোধ করার জন্যই তার মৃত্যু হয়েছে। এর পরে পুলিশ বাবা-মাকে দীর্ঘ ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলে শেষ পর্যন্ত শিশুটির মা নিজের অপরাধ স্বীকার করেন।

    পুলিশ জানিয়েছে, ওই মহিলা আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। এর জন্য তাঁর চিকিৎসাও চলছিল। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)