জম্মু-কাশ্মীরের কিশতোয়ার ও ডোডা জেলায় গত এক সপ্তাহ ধরে জঙ্গিবিরোধী এক বিশাল অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। দুর্গম পাহাড় এবং হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই প্রায় ২ হাজার জওয়ান এই তল্লাশি অভিযানে নেমেছে। জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর কয়েকজন শীর্ষ নেতাদের ধরতে ভারতীয় সেনা চিরুনি তল্লাশি শুরু করেছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য হলো জইশ কম্যান্ডার সইফুল্লাহ এবং তার সহযোগী আদিলকে খুঁজে বের করা। এই দুই জঙ্গির প্রত্যেকের মাথার দাম ৫ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছে। তাঁরা কিস্তোয়ার পাহাড়ে লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, কিস্তোয়ারের প্যাডার মহকুমায় হিজবুল মুজাহিদিন কম্যান্ডার জাহাঙ্গীর সারুরি এবং তার দুই সঙ্গী মুদাসির ও রিয়াজকে ধরার চেষ্টা চলছে। তাঁদের প্রত্যেকের মাথার দাম ১০ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছে।
কাশ্মীরে সাধারণত ২১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত তীব্র শীত পড়ে। এই ৪০ দিনের সময়কে স্থানীয় ভাষায় ‘চিল্লাই কালান’ বলা হয়ে থাকে। এই সময়ে জঙ্গিবিরোধী অভিযান সাময়িক বন্ধ থাকে। কিন্তু এ বার ভারতীয় সেনা তাদের রণকৌশল বদলেছে। শীতের মধ্যেই তাঁরা এখন অভিযান চালাচ্ছে। ভারতীয় সেনা বরফে ঢাকা পাহাড়ে অস্থায়ী ক্যাম্প তৈরি করে জঙ্গিদের পালানোর সমস্ত পথ বন্ধ করে দিয়েছে।
স্থানীয় গ্রামবাসীরা যারা পাহাড়ি এলাকাগুলি ভালো চেনেন, তাঁরাও ভারতীয় সেনাকে জঙ্গিদের ডেরা খুঁজে পেতে সাহায্য করছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া এবং প্রতিকূল পরিবেশকে তোয়াক্কা না করে সেনার এই ধারাবাহিক অভিযান জঙ্গিদের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটি বড় পদক্ষেপ।