• শীতের আমেজ আজ-কাল, নতুন বছরে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: সপ্তাহখানেক আগেও হা-হুতাশ ছিল, কবে সে আসবে। ২৫ ডিসেম্বর ভোরেই গত এক দশকের মধ্যে কলকাতায় বড়দিনে নতুন রেকর্ড গড়েছে শীত। তার পর থেকে দু’দিনে ধাপে ধাপে আরও কিছুটা কমলো সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার ছিল কলকাতায় চলতি শীতের মরশুমে শীতলতম দিন।

    ওই দিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভেঙে শনিবার কলকাতা এ মরশুমের শীতলতম দিনের তকমা পেল। এ দিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক নিয়মেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমেছে। ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে নেমেছে বাঁকুড়া-বীরভূমের পারদ।

    তবে হাওয়া অফিস জানিয়েছে, এই কনকনে শীত এখনই বেশি দিন স্থায়ী হবে না। হিমেল হাওয়া বড়দিনে সুখবর বয়ে আনলেও নতুন বছরে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা ফের ১৫ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। নেপথ্যে সেই পশ্চিমি ঝঞ্ঝা। তবে সাময়িক বিরতির পরে ফের ফিরতে পারে শীতের আমেজ। তবে তা কবে থেকে, সে দিনক্ষণ এখনও জানা যায়নি।

    গত বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা নেমেছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মরশুমের তাপমাত্রা সর্বনিম্ন ছিল। অর্থাৎ তারপর থেকে ৪৮ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কমলো। আজ, রবিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে।

    কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। রবিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরের সব জেলায়। দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত।

    তবে নতুন বছরের গোড়ায় পশ্চিমি ঝঞ্ঝার জেরে ফের পারদ চড়বে দক্ষিণবঙ্গে। বর্তমানে পশ্চিমের কোনও কোনও জায়গায় ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তারপরে দু’-তিন দিনের মধ্যেই দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর বলছে, পরপর পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছে, যার প্রভাব পড়তে চলেছে বঙ্গে।

    এই মুহূর্তে জম্মু-কাশ্মীরে রয়েছে একটি পশ্চিমি ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে আগামী ৩০ ডিসেম্বর মঙ্গলবার। যদিও আগামী দু’দিন, অর্থাৎ সোমবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

  • Link to this news (এই সময়)