• ফিরে দেখা ২০২৫ দেশ
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  •   ২২ জানুয়ারি

    মহারাষ্ট্রের পাচোড়ায় আগুনের গুজব শুনে ট্রেন থেকে নেমে রেললাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। তখনই অন্য ট্রেনের ধাক্কায় ১৩ জনের মৃত্যু।  ১ ফেব্রুয়ারি 

    বার্ষিক সাড়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে লাগবে না আয়কর, বাজেটে ঘোষণা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের  ৫ ফেব্রুয়ারি

    দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারকে সরিয়ে ক্ষমতায় এল বিজেপি। মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা।  ৯ ফেব্রুয়ারি

    জাতি হিংসায় দীর্ণ মণিপুর। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা এন বীরেন সিংয়ের। চারদিন পরে রাষ্ট্রপতি শাসন শুরু।

      ১৫ ফেব্রুয়ারি

    কুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশনে ভিড় হাজার হাজার মানুষের। ঘোষণার ভুলে হুড়োহুড়ি। পদপিষ্টে মৃত ১৮। ৪ মার্চ

    মার্চেন্ট নেভি অফিসারকে খুন, দেহ ১৫ টুকরো করে নীল ড্রামে ভরলেন স্ত্রী এবং বন্ধু। ১৪ মার্চ 

    দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন, গুদাম থেকে উদ্ধার বস্তাভর্তি আধপোড়া নোট। জুলাইতে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু।

      ১৭ মার্চ

    আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ও তার জেরে ধর্মীয় অবমাননার অভিযোগে উত্তাল নাগপুর। নির্বিচারে গাড়ি-বাড়ি ও দোকানে ভাঙচুর। আহত অন্তত ৩০।   ১ এপ্রিল

    গুজরাতের দিশায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু ২১ জনের।   ৫ এপ্রিল

    তুমুল বিরোধিতা সত্ত্বেও সংসদে সংশোধিত ওয়াকফ আইন পাশ। মুর্শিদাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, হিংসা।  ১০ এপ্রিল

    ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর হোসেন রানাকে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ।  ১৮ মে

    হায়দরাবাদের গুলজার হাউসে আগুন লেগে ১৭ জনের মৃত্যু।

      ২০ মে

    ‘হার্ট ল্যাম্প’ বইয়ের জন্য বুকার পুরস্কার জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক।   ২১ মে

    ছত্তিশগড়ে বাহিনীর গুলিতে খতম মাওবাদীদের সর্বোচ্চ কমান্ডার, সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাসবরাজু ২৩ মে

    মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে সুপারি কিলার দিয়ে স্বামীকে খুন, পরে প্রেমিক সহ ধৃত ইন্দোরের বাসিন্দা স্ত্রী সোনাম রঘুবংশী

      ৩০ জুন

    তেলেঙ্গানার সাংগারেড্ডিতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ। অন্তত ৪৪ জনের মৃত্যু, আহত বহু।

      ২১ জুলাই

    ২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে বিস্ফোরণ মামলায় ১২ জন অভিযুক্তকেই মুক্তি দিল বম্বে হাইকোর্ট। সুপ্রিম কোর্টেও রায় বহাল। 

     নজিরবিহীনভাবে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকর।  ২৭ জুলাই

    হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু, আহত ২৮।  ২৮ জুলাই

    পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের সন্ধানে শ্রীনগরে শুরু অপারেশন মহাদেব। খতম ৩ জঙ্গি।   ৩১ জুলাই

    রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   ৫ আগস্ট

    উত্তরাখন্ডের উত্তরকাশীতে হড়পা বান। মৃত ৫। ১০০ জন নিখোঁজ।  ১১ আগস্ট 

    দিল্লির রাস্তা থেকে সমস্ত 

    পথকুকুরকে সরিয়ে দেওয়ার 

    নির্দেশ সুপ্রিম কোর্টের। পরে কিছু ক্ষেত্রে ছাড়।  ১৪ আগস্ট

    জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান। মৃত অন্তত ৬৫। নিখোঁজ অনেকে।  ২২ আগস্ট

    অনলাইন গেমিং নিয়ন্ত্রণে নতুন 

    আইন পাশ করল কেন্দ্র। যার প্রভাবে ভারতে নিষিদ্ধ হল বহু জনপ্রিয় অ্যাপ।   ২৬ আগস্ট

    দুর্যোগের পূর্বাভাস সত্ত্বেও বন্ধ হল না বৈষ্ণদেবী যাত্রা।  ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু।

      ২ সেপ্টেম্বর

    ভারী বৃষ্টিতে বন্যা পাঞ্জাবেও। ভেসে গিয়ে মৃত্যু অন্তত ৩০ জনের।  ৩ সেপ্টেম্বর

    জিএসটি ২.০ ঘোষণা কেন্দ্রের। কর হারে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা। জিএসটির নতুন হারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমল । 

      ২৪ সেপ্টেম্বর

    রাজ্যের মর্যাদার দাবিতে লে-লাদাখে আন্দোলনে তরুণ প্রজন্ম। বাহিনীর গুলিতে মৃত্যু চারজনের। হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে দু’দিন পর জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনাম ওয়াঙচুক।  ২৭ সেপ্টেম্বর

    তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক দলের সভায় বিপর্যয়। ভিড়ের চাপে মৃত্যু অন্তত ৪০ জনের। আহত ৫০ এর বেশি। ৬ অক্টোবর

    ‘সনাতন ধর্মের অপমান করেছেন’, স্লোগান তুলে দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়লেন এক আইনজীবী   ২৪ অক্টোবর

    অন্ধ্রপ্রদেশের কুরনুলে বাইকে ধাক্কা বাসের। তেলের ট্যাংকে বিস্ফোরণ হয়ে ২৫ জনের মৃত্যু। 

      ২৭ অক্টোবর

    ৪ বছর পর ফের ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু।   ১ নভেম্বর

    দেশের প্রথম রাজ্য হিসেবে ‘চরম দারিদ্র’মুক্ত হল কেরল।   ৪ নভেম্বর

    ছত্তিশগড়ের বিলাসপুরে যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ। মৃত ১১।

     পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু এসআইআর, সব রাজ্যেই লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ

      ১৪ নভেম্বর

    বিহারের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেল এনডিএ। ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশ কুমারের। ভরাডুবি লালুপ্রসাদ যাদবের দল আরজেডির।  ১৮ নভেম্বর

    নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু মাওবাদী নেতা মাদভি হিদমার। দেশে কার্যত মুছে গেল মাওবাদীরা।  ২০ নভেম্বর

    আশপাশের এলাকা থেকে ১০০ মিটারের বেশি উচ্চতা হলেই উত্তর-পশ্চিম ভারতের কোনও পাহাড়কে আরাবল্লি পর্বতশ্রেণির অংশ বলা যাবে। রায় দিল সুপ্রিম কোর্ট। ব্যাপক খনন চলবে, দাবি তুলে প্রতিবাদ দেশজুড়ে ২১ নভেম্বর

    দেশজুড়ে কার্যকর ৪ শ্রম কোড  ২৮ নভেম্বর 

    সব স্মার্টফোনে সঞ্চারসাথী অ্যাপ বাধ্যতামূলক করতে হবে বলে ঘোষণা কেন্দ্রের। সাইবার নিরাপত্তার আড়ালে নজরদারি চালানোর অভিযোগ। দেশজুড়ে বিক্ষোভ শুরু হওয়ায় সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত। ৫ ডিসেম্বর

    পাইলট সহ বিমানকর্মীদের নতুন শ্রমবিধির জেরে বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা। দেশজুড়ে বাতিল সংস্থার একের পর এক বিমান। তদন্তের নির্দেশ কেন্দ্রের।  ১৮ ডিসেম্বর

     বাতিল ১০০ দিনের কাজ, মহাত্মা গান্ধীর নামে প্রকল্প। সকালে লোকসভায়, প্রায় মধ্যরাতে রাজ্যসভায় পাশ হল জি রাম জি বিল।

     সংসদে পাশ হল শান্তি বিল, দেশের পরমাণু কেন্দ্রগুলি খুলে দেওয়া হল বেসরকারি সংস্থার জন্য

     বিমায় ১০০ শতাংশ এফডিআইয়ের জন্য বিল পাশ

     এল নতুন শিক্ষা অধিষ্ঠান বিল, উঠে যাচ্ছে ইউজিসি

     ২৩ ডিসেম্বর

    উন্নাও ধর্ষণ কাণ্ডের আসামী কুলদীপ সেঙ্গারের সাজা স্থগিত রেখে জামিন দিল দিল্লি হাইকোর্ট, প্রতিবাদ জানাতে গিয়ে হেনস্তা মা সহ নির্যাতিতাকে ২৪ ডিসেম্বর

    মহারাষ্ট্রে আসন্ন পুরভোট, দীর্ঘ ২০ বছর পর জোট উদ্ধব এবং রাজ থ্যাকারের
  • Link to this news (বর্তমান)