হায়দরাবাদ: গত বছর ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার শো চলাকালীন ভিড়ের চাপে এক মহিলার মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা দিল হায়দরাবাদ পুলিশ। অভিনেতা অল্লু অর্জুন সহ ২৪ জনের বিরুদ্ধে হায়দরাবাদের নামপল্লির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
চার্জশিটে অল্লুকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এছাড়াও তাঁর ব্যক্তিগত ম্যানেজার, তাঁর স্টাফ সদস্যরা ও ৮ জন বেসরকারি বাউন্সারের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছে, বেসরকারি নিরাপত্তারক্ষীদের চলাফেরা ও কিছু আচরণ উপস্থিত দর্শককে উত্তেজিত করে তোলে। ফলে শুরু হয় হুড়োহুড়ি। গত বছর ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে এই ছবির প্রিমিয়ার ছিল। সেখানে এসেছিলেন অল্লু। তাঁকে দেখতে মাত্রাতিরিক্ত ভিড় জমে। সেখানেই পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ৩৫ বছর বয়সি এক মহিলা। তাঁর নাবালক ছেলেও গুরুতর আহত হয়েছিল। সে এখনও চিকিৎসাধীন। চার্জশিটে চরম অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার অভাবকে দায়ী করা হয়েছে। পুলিশ জানিয়েছে, থিয়েটার কর্তৃপক্ষ জানত অল্লু আসছেন। তবুও তারা ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের পথ রাখা হয়নি। পুলিশের দাবি, অল্লুর থিয়েটারে আসার অনুমতি ছিল না। ঝুঁকি নিয়ে অভিনেতার সেখানে যাওয়া উচিত হয়নি। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের অভাব পরিস্থিতি আরও জটিল করে তোলে। এই কারণেই চার্জশিটে অল্লুকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। উল্লেখ্য, এই মামলায় গ্রেফতার করা হয়েছিল অল্লুকে। যদিও পরে তিনি ছাড়া পান।