• আরও চাপে পাকিস্তান, এবার চন্দ্রভাগায় নয়া বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছিল ভারত। এর জেরে কপালে উদ্বেগের ভাঁজ চওড়া হয়েছে ইসলামাবাদের। এবার তাদের গলার ফাঁস আরও শক্ত করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের কিসতোয়ারে চন্দ্রভাগা নদীর উপর নতুন একটি জলবিদ্যুৎ প্রকল্পে সম্মতি দিল কেন্দ্র। চন্দ্রভাগার উপর প্রায় ৩ হাজার ২৭৭ কোটি টাকা খরচে গড়ে তোলা হবে ২৬০ মেগাওয়াট দুলহস্তি স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্প। এব্যাপারে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীন বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি (ইএসি)। ১৯ ডিসেম্বর সংশ্লিষ্ট কমিটির ৪৫তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যে চন্দ্রভাগার জল ভাগ হওয়ার কথা রয়েছে। আগেই চুক্তি স্থগিত হয়েছে। এই পরিস্থিতিতে নতুন জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠলে বিপদে পড়তে পারে পাকিস্তান। সেদেশে জলপ্রবাহ নিয়ন্ত্রিত হবে।  এর জেরে খরা ও বন্যার মতো নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে তাদের।  

    ২০০৭ সাল থেকে চালু রয়েছে ৩৯০ মেগাওয়াটের দুলহস্তি স্টেজ-১ জলবিদ্যুৎ প্রকল্প। এবার তারই সম্প্রসারণ হচ্ছে। এক্ষেত্রে স্টেজ-১ বিদ্যুৎকেন্দ্রের ড্যাম, রিজার্ভার সহ একাধিক জিনিস ব্যবহার করে স্টেজ ২-এর কাজ শুরু হবে। প্রায় ৬০.৩ হেক্টর জমিতে গড়ে তোলা হবে জলবিদ্যুত্ প্রকল্পটি।
  • Link to this news (বর্তমান)