নয়াদিল্লি: উন্নাও ধর্ষণকাণ্ডে বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের সাজা মঙ্গলবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই। কাল সোমবার সেই মামলা নিয়ে শুনানি হবে প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন তিন সদস্যের অবকাশকালীন বেঞ্চে। কুলদীপের রায়ের পরই ক্ষোভে ফেটে পড়েছিলেন নির্যাতিতার মা। তাঁর স্পষ্ট অভিযোগ, তদন্তকারী অফিসারের সঙ্গে যোগসাজশ ছিল বিচারপতির। তাঁরাই ‘অন্যপক্ষের জয় নিশ্চিত করতে চেয়েছিলেন।’ শনিবার এনিয়ে দিল্লিতে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ জমা করেন নির্যাতিতা এবং তাঁর মা।