• স্বাধীনতার পর মেয়েদের প্রথম মাধ্যমিক স্কুল পেল রতুয়া, খুশির হাওয়া এলাকায়
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • সন্দীপন দত্ত, মালদহ: স্বাধীনতার পর মেয়েদের প্রথম মাধ্যমিক স্কুল পেল রতুয়া বিধানসভা কেন্দ্র। রতুয়া জুনিয়র গার্লস হাইস্কুলটিকে ‘গার্লস হাই’ স্বীকৃতি দেওয়া হল। কিছুদিন আগে জুনিয়র হাই থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার অ্যাফিলিয়েশনের সুপারিশপত্র স্কুল শিক্ষা দপ্তর থেকে এসেছে পৌঁছেছে। শুক্রবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সুপারিশপত্র হাতে পায় স্কুল কর্তৃপক্ষ। শিক্ষানুরাগী আশিস কুন্ডুর হাত ধরেই এই সাফল্য বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। শনিবার স্কুলের পেরেন্ট-টিচার্স বৈঠক ডেকে এই বিষয়টি জানানো হয়। একই সঙ্গে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাচ্চাদের হাতে শিক্ষানুরাগী হিসেবে প্রোগ্রেস রিপোর্ট তুলে দেন আশিস। রতুয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা রিনি মজুমদার বলেন, শিক্ষানুরাগী আশিসবাবুর হাত ধরে এই সাফল্য এসেছে। এখন থেকে বাচ্চাদের আর ১৬ কিলোমিটার দূরে সামসিতে গিয়ে স্কুল করতে হবে না।তৃণমূলের মুখপাত্র ও প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান আশিস বলেন, বিশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। এই স্কুলের সমস্ত শিক্ষিকা এবং আশেপাশের প্রায় কুড়ি থেকে পঁচিশটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষারা বহুদিন ধরেই রতুয়ায় গার্লস হাইস্কুল তৈরির চেষ্টা করছিলেন। তাঁরা আমার কাছে এই আবেদন করা মাত্রই তৎকালীন জেলাশাসক, ডিআই, স্কুল শিক্ষা দপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। অভিভাবকরা জানান, এতদিন রতুয়া বিধানসভা কেন্দ্রের পড়ুয়াদের বহু দূরে হাইস্কুলে যেতে হত। জুনিয়র গার্লস থেকে হাইস্কুলে উন্নীত হওয়ায় পার্শ্ববর্তী রতুয়া জুনিয়ার বেসিক স্কুল, আইলপাড়া, রতুয়া সিএস, রঘুনাথপুর, দক্ষিণ রতুয়া, পূর্ব কমলপুর, ফরিদপুর প্রাইমারি স্কুলের ছাত্রীরা এখানে পঠনপাঠনের সুযোগ পাবে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, কিছুদিন আগে স্কুলে মাত্র আড়াইশো জন ছাত্রী ছিল। সংখ্যাটা ক্রমশ কমছে। কারণ অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর রতুয়া থেকে ১৬ কিলোমিটার দূরে একমাত্র উচ্চ বালিকা বিদ্যালয়ে যেতে হয়। বাবা-মায়েরা মেয়েদের একই বিদ্যালয়ে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানোয় আগ্রহী। স্বাভাবিকভাবে এই স্কুলের ছাত্রী সংখ্যা কমে যাচ্ছিল। এবার ছবিটা বদলাবে বলে মনে করছে শিক্ষামহল।  রতুয়া জুনিয়র গার্লস হাইস্কুলের ছাত্রীদের হাতে প্রোগ্রেস রিপোর্ট তুলে দিচ্ছেন আশিস কুন্ডু।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)