• বেশি ভাড়া চাওয়ার অভিযোগ, টোটো ছেড়ে অনেকে হেঁটে পৌষমেলা়র পথে
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: আজ রবিবার পৌষ মেলার শেষ দিন। মেলা উপলক্ষ্যে এই কয়েকদিন ধরে বোলপুর -শান্তিনিকেতন শহরজুড়ে দেখা গিয়েছে পর্যটকদের ভিড়। এরই মধ্যে টোটো ভাড়া বেশি নেওয়ার জন্য বিপাকে পড়ছেন পর্যটকরা। জানা গিয়েছে, পৌষ মেলায় ঘুরতে আসা পর্যটকরা অনেকেই এই সুযোগে সোনাঝুরি খোয়াইয়ের হাট, সৃজনী শিল্পগ্রাম, কোপাই নদী, কঙ্কালীতলার মতো দর্শনীয় স্থানেও ঘুরছেন। হোটেল থেকে এসব জায়গায় পৌঁছানোর যাতায়াতের অন্যতম মাধ্যম টোটো। কিন্তু বেশিরভাগ টোটো চালকদের ক্ষেত্রে লাগামছাড়া ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বোলপুর পুরসভা এবং বীরভূম জেলা পুলিশের তরফে মাথাপিছু ১৫ টাকা প্রতি কিলোমিটার টোটো ভাড়া নির্দিষ্ট করা দেওয়া হয়। টোটোর এই রেটচার্ট টোটো স্ট্যান্ড সহ শহরের কমপক্ষে ১০টি জায়গায় টাঙিয়েও দেওয়া হবে বলে জানান হয়েছিল আগেই। সেখানে হেল্পলাইন নম্বরও রয়েছে। এমনকি ঠিক করে দেওয়া রয়েছে রুটম্যাপ। যানজট ঠেকাতে ওই রুটে চলাচলকারী অনেক টোটো চালক বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। খুশিমতো ভাড়া চাওয়ার ফলে অনেক পর্যটক হেঁটেই আসছেন মেলায়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর স্টেশন, প্রান্তিক স্টেশন, জামবুনি বাসস্ট্যান্ড, মকরমপুরের দিক থেকে অনেক টোটো চালক মাথাপিছু ২০ - ৩০ টাকা করে বেশি নিচ্ছে। আহমদপুর থেকে আসা পর্যটক নলিনী মণ্ডল জানান, প্রান্তিক স্টেশন থেকে মেলায় আসতে ১০০ টাকা ভাড়া বলছে টোটো চালকরা। তাই বাধ্য হয়েই হেঁটে যাচ্ছি। একই অভিযোগ,  বোলপুর স্টেশন থেকে মেলায় আসা আর এক পর্যটক সৌভিক দাসেরও। তিনি জানান,  সন্ধ্যার দিকে স্টেশন থেকে মেলায় যেতে ভুবনডাঙা অবধি ৫০ টাকা করে নিয়েছে টোটো! এই অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন টোটো চালক জানালেন, শহরের মূল রাস্তাগুলি বন্ধ। তাই বাধ্য হয়ে ঘুরে যেতে হচ্ছে। তাই দূরত্ব বেড়েছে। তবে বেশি ভাড়া নেওয়া হয়নি। 

    এই বিষয়ে বোলপুরের এসডিপিও রিকি  আগরওয়াল জানান,  টোটোতে বেশি ভাড়া নেওয়া হলে যে কেউ আমাদের পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানাতে পারেন। আমরা সেই টোটো চালকের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। 
  • Link to this news (বর্তমান)