• আশা ভোঁসলের গানে নাচছেন মন্ত্রী জ্যোৎস্না, জমজমাট বিষ্ণুপুর মেলা
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: গত বছর ফ্যাশন র‌্যাম্পে হেঁটে সবার নজর কেড়েছিলেন তিনি। আর এবার মঞ্চে আশা ভোঁসলের গানে একেবারে পেশাদারি ঢংয়ে নেচে দর্শকদের মন জয় করলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। তিনি ও তাঁর টিমের নৃত্য পরিবেশন দেখে যখন দর্শকের হাত তালিতে ফেটে পড়ছে বিষ্ণুপুর মেলা প্রাঙ্গণ, তখনই জ্যোৎস্নাদেবীর বক্তব্য, মন্ত্রী হিসাবে নয়, আমি নাচতে ও গাইতে ভালোবাসি। এটা আমার নিজস্বতা। শুক্রবার রাতে বিষ্ণুপুর মেলার মঞ্চে চলে জমজমাট অনুষ্ঠান। বিশেষ করে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির নাচ দেখতেই প্রচুর সংখ্যায় মানুষ ভিড় করেছিলেন। অবশ্য গত বছরেও তিনি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন। গত বছর তিনি অসাধারণ নৃত্য শৈলীর মাধ্যমে ক্যানসারের মতো মারণ রোগের বিষয়ে সচেতনতার বার্তাও দিয়েছিলেন। কিন্তু এবার একেবারে মডার্ণ অবতারে ধরা দিলেন জ্যোৎস্নাদেবী। এদিন আঁশা ভোঁসলের একাধিক হিন্দি গানে তাঁর টিমের অন্য শিল্পীদের সঙ্গে তিনিও নৃত্য পরিবেশন করেন। পেশাদার নৃত্য শিল্পীর ঢংয়েই কার্যত মঞ্চ মাতান। অনেকেই এনিয়ে গুঞ্জন ছড়ালেও মন্ত্রীর সাফ কথা। তাঁর প্রিয় গায়িকা আঁশা ভোঁসলে। তাই তাঁর গানের সঙ্গে শালীনতা বজায় রেখেই নেচেছেন তিনি। তবে অনুষ্ঠান চলাকালীন এনিয়ে বিতর্ক ছড়ানোর আশঙ্কায় তিনি নাচের পরেই মাইক্রোফোন হাতে নিয়ে দর্শকদের কাছে তাঁর শিল্পী সত্ত্বাকে সম্মান জানানোর কথা বলেন। এবারে বিষ্ণুপুর মেলার থিম ‘বিরসা মুণ্ডা’। গোটা মেলা জুড়ে আদিবাসী সংস্কৃতির ছোঁয়া রয়েছে। মেলার প্রধান গেট থেকে শুরু করে সাংস্কৃতিক মঞ্চে আদিবাসীদের অনুষ্ঠানকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের ফ্যাশন শোয়েও আদিবাসী মেয়েদের অগ্রাধিকারকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তাই মন্ত্রীর কথায়, আমাদের সম্প্রদায়ের মেয়েরা যাতে সমাজের সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসতে পারে তার জন্য আমি নিজে অংশ নিয়ে তাঁদের উৎসাহিত করেছি। প্রসঙ্গত, বিষ্ণুপুরে গত ২৩ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতায় মেলা হয়। রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিই মেলার উদ্বোধক ছিলেন। এদিন মন্ত্রীর নাচের অনুষ্ঠানের পরেই হয় ফ্যাশন শো।  তারকা মডেল তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে’র সঙ্গে তিনিও শো টপার হিসাবে অংশ নেন।   

    • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)