• বিজেপির দুই জেলার সভাপতি বদলের নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও সংবাদদাতা, বিষ্ণুপুর: বীরভূম ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পরিবর্তনের একটি নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি তৈরি হল। বিজেপির প্যাডে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সই করা ওই নির্দেশিকা শনিবার সকাল থেকেই দলের নেতারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন। ২৬ডিসেম্বরের ওই নির্দেশিকায় উল্লেখ রয়েছে, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার পরিবর্তে নতুন সভাপতি হচ্ছেন উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সুজিত অগস্তিকে বদলে নতুন সভাপতি করা হল তাপস বসুকে। এই নিয়ে দুই সাংগঠনিক জেলাতেই তুমুল চর্চা শুরু হয়। অনেকে নবনিযুক্ত সভাপতিদের শুভেচ্ছাও জানান। ফুলের মালা পরিয়ে মিষ্টিমুখও চলে। যদিও পরে বিজেপি জানায়, ওই নির্দেশিকা ভুয়ো। 

    গত মার্চ-এপ্রিল মাস নাগাদ রাজ্যজুড়ে সাংগঠনিক রদবদল করেছিল বিজেপি। বীরভূমে অবশ্য জেলা সভাপতি হিসেবে ধ্রুব সাহার উপরই আস্থা রেখেছিল দল। বিধানসভা নির্বাচনের মুখে তাঁকে সরিয়ে দেওয়ার এই নির্দেশিকা ঘিরে তুমুল জল্পনা ছড়ায়। বিজেপির একটি সূত্রের খবর, দলের কাছে বিধানসভায় প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ধ্রুববাবু। রামপুরহাট বিধানসভা নজরে রয়েছে তাঁর। কিন্তু, সাংগঠনিক পদাধিকারীদের বিধানসভায় প্রার্থী করা বিজেপির নিয়মবিরুদ্ধ। সেকারণেই ধ্রুববাবুকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে দলের অভ্যন্তরেই চর্চা চলছিল। এদিনের ভাইরাল হওয়া সেই নির্দেশিকা সেই চর্চার পালে হাওয়া দেয়।

    ধ্রুববাবুর পরিবর্তে জেলা সভাপতি পদে যাঁর নাম ওই নির্দেশিকায় রয়েছে, সেই উদয়শঙ্করবাবুকে এদিন ফুলের মালা পরিয়ে মিষ্টিমুখ করান দলের কর্মী-সমর্থকরা। সকালে উদয়শঙ্কর বলেন, ধ্রুবদা হয়তো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেকারণেই দল তাঁকে অব্যাহতি দিচ্ছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করব। তবে, এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘণ্টাখানেক পরই নিজের মন্তব্য বদলে তিনি বলেন, বিজেপির প্যাডে শমীকবাবুর সই করা একটি নির্দেশিকা ভাইরাল হয়েছে ঠিকই। কিন্তু তার সত্যতা সম্পর্কে আমার জানা নেই। দলের তরফে কোনও নির্দেশ পাইনি। ধ্রুববাবু বলেন, এই ধরনের কোনও নির্দেশিকা দলের শীর্ষ নেতৃত্বের তরফে আসেনি। মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতেই এই কারসাজি করিয়েছে তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির অন্দরেও এই ধরনের চর্চা শুরু হয়। দলের কর্মীদের পাশাপাশি সোনামুখীর বিজেপির বিধায়কও নবনিযুক্ত সভাপতি হিসেবে তাপস বসুকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শনিবার সন্ধ্যা পর্যন্তও সেই পোস্ট তাঁর ফেসবুকে দেখা যায়। যদিও জেলা সভাপতি সুজিতবাবু বলেন, আমাকে সরানোর ব্যাপারে দলের তরফে কিছু জানানো হয়নি। 
  • Link to this news (বর্তমান)