নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিজেপি শাসিত ওড়িশায় মুর্শিদাবাদের শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে খুন করা হয়েছে। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে অত্যাচার করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে অস্থিতার জেরে এদেশেও বিদ্বেষ বাড়ছে। এসবের বিরুদ্ধে সম্প্রীতির ডাক দিয়ে শনিবার কাঁথি শহরে বিশাল বাইক র্যালি হল। সম্প্রীতি মঞ্চের উদ্যোগে এই র্যালিতে প্রায় সাতহাজার মানুষ শামিল হয়। জাতীয় পতাকা নিয়ে বাইক র্যালি শহর পরিক্রমা করে। বিভেদের রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন মঞ্চের প্রধান উদ্যোক্তা আব্দুস সাত্তার।
এদিন বিকেলে কাঁথি শহর ও গ্রামীণ এলাকা থেকে কাতারে কাতারে বাইক গিমাগেড়িয়ায় জড়ো হয়। আবার অনেকে সুভাষ মেলা প্রাঙ্গণ থেকে র্যালিতে যোগ দেন। দীঘা বাইপাস হয়ে সারা শহর পরিক্রমার পর কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে র্যালি শেষ হয়। সেখানে জনসভার আয়োজন করা হয়েছিল।
সাত্তার সাহেব বলেন, মিছিলে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। শান্তি, সম্প্রীতি ও ঐক্য থাকলে যে কোনও রাজ্য কিংবা দেশ খুব সহজে এগিয়ে যায়। বিভাজনের রাজনীতি কখনও একটা জাতি কিংবা দেশকে উন্নত করতে পারে না। মুর্শিদাবাদের এক বিধায়ককে বলতে চাই, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করবেন না। মনে রাখতে হবে, ধর্ম মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায়, বিভাজন নয়। নিজস্ব চিত্র