• পুরুলিয়া, আরামবাগে প্রথম দিনের এসআইআর নিয়ে শুনানি নির্বিঘ্নেই
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা পুরুলিয়া, আরামবাগ: নির্বাচন কমিশনের নির্দেশমতো শনিবার থেকে এসআইআরের শুনানি শুরু হল। এদিন পুরুলিয়া ও আরামবাগের বিধানসভাগুলিতে শুনানি হয়েছে। ইনিউমারেশন ফর্ম ফিলআপ করে জমা দেওয়ার পর তাতে ত্রুটি ধরা পড়ায় সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠায় কমিশন। সেইমতো এদিন ভোটাররা শুনানিতে হাজির হন। এদিন সরকারি দপ্তরে ভোটারদেড় ভিড় লক্ষ্য করা যায়। পুরুষদের পাশাপাশি মহিলারাও শুনানিতে হাজির ছিলেন।  তবে শুনানিতে ডাক পড়ায় অনেকেই ক্ষুব্ধ। 

    পুরুলিয়া জেলার মোট ৯টি ব্লকে শুনানি চলে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম দিনের শুনানি পর্বে ১০১৯ জন ভোটারকে তলব করা হয়েছিল। শুনানিতে এসে রঘুনাথপুর মহকুমা এলাকার ভোটাররা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ইনিউমারেশন ফর্ম সঠিকভাবে ফিলআপ করেছিলেন। তারপরেও আবেদনপত্রে ভুল আছে বলে তাঁদের শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এখন রবি চাষের মরশুম। কাজ ছেড়ে আসতে হয়েছে। অসুবিধার কথা ভেবে সাঁতুড়ি ব্লক তৃণমূল নেতৃত্ব শুনানিতে ডাক পড়া ভোটারদের জন্য বিনামূল্যে গাড়ির ব্যবস্থাও করে দেয়।

    নিতুড়িয়ার মহেষনদী এলাকার বাসিন্দা শঙ্কা হাঁসদা বলেন, ঝাড়খণ্ডের পাঞ্চেতে বাপের বাড়ি। সঠিকভাবে আবেদনপত্র ফিলআপ করেছিলাম। তারপরও কিছু ভুল আছে বলে পুনরায় ডেকে পাঠানো হয়েছে। ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে কাগজপত্র দেখাতে ব্লকে এসেছি।

    সাঁতুড়ি ব্লকের টাড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের রবি সরেন, লক্ষ্মী সরেন বলেন, ফর্ম ঠিকভাবেই ফিলআপ করেছিলাম। তারপরও ডাকা হয়েছে। সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে।

    সাঁতুড়ি ব্লক তৃণমূলের সভাপতি রামপ্রসাদ চক্রবর্তী বলেন, প্রতিটি গ্রাম থেকে আবেদনপত্র ভুল আছে বলে অনেককে শুনানিতে ডাকা হয়েছে। কাজ ছেড়ে মানুষ দূর দূরান্ত থেকে আসছে। তাই দলের তরফ থেকে বিডিও অফিসে আসার জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

    এদিনই আরামবাগ মহকুমার ব্লকগুলিতেও শুনানি পর্ব শুরু হয়েছে। পুরশুড়া, আরামবাগ ও গোঘাট বিধানসভার ভোটারদের নিয়ে শুনানি হয়। আরামবাগ এসডিও অফিসেও শুনানি হয়। আরামবাগ বিডিও অফিসে শুনানিতে আসা ভোটারদের ভিড় দেখা যায়। শুনানি কেন্দ্রে ঘরের বাইরে পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এইআরও-রা শুনানি করছেন। আরামবাগ বিডিও অফিসে পাঁচটি টেবিলে ভোটারদের শুনানি হয়। প্রত্যেক টেবিলে একজন করে মাইক্রো অবজার্ভার ছিলেন। আরামবাগের বলরামপুর থেকে আসা এক ভোটার বলেন, শুনানিতে ডেকেছে। তাই কাগজপত্র নিয়ে আসতে হয়েছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, নির্দিষ্ট নিয়ম মেনে শুনানি হয়েছে। কয়েকজন অনুপস্থিত ছিলেন। তাঁরা আবার সুযোগ পাবেন। 

     এসআইআর-এর শুনানিতে হাজির হতে ভোটারদের ভিড়। আরামবাগে তোলা নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)