রাজ্য ও জেলাস্তরে পরীক্ষা হবে স্কুল পড়ুয়ার ইউনিফর্মের কাপড়
বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী শিক্ষাবর্ষে স্কুল পড়ুয়াদের ইউনিফর্মের মানের দিকে বিশেষ নজর দিচ্ছে পঞ্চায়েত দপ্তর। গত কয়েক বছর ধরে যে ইউনিফর্ম দেওয়া হয়েছে, তার মান নিয়ে নানা অভিযোগ উঠেছিল। অভিভাবকদের দাবি, কোথাও মোটা কাপড় দেওয়া হয়েছে। কোথাও কাপড়ে সুতি ছিল অনেক কম। ফলে পড়ুয়াদের সেটা পরতে অসুবিধে হচ্ছে। বিশেষ করে গরমকালে সেই জামা পরতে পারা যেত না বলে অভিযোগ অনেকের। তাই এবার পোশাকের কাপড়ের গুণমান ভালো রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। যে কাপড় এবার দেওয়া শুরু হয়েছে জেলায় জেলায়, সেসব রাজ্য ও জেলাস্তরে পরীক্ষা করা হবে বলে ঠিক হয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে রাজ্য স্তরে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। জেলাগুলিও নিজেদের মতো করে কমিটি গঠন করেছে। তারা কাপড় পরীক্ষার কাজ করবে। সূত্রের খবর, বর্তমানে বেশ কয়েকটি গুদামে কাপড় পরীক্ষা করা হচ্ছে। তাতে জানা গিয়েছে, গতবারের থেকে এবার একটু ভালো মানের কাপড় দেওয়া হচ্ছে। এক আধিকারিক বলেন, ‘পড়ুয়ারা যাতে ভালো মানের ইউনিফর্ম পায়, সেটাই কাম্য। তার জন্য কাপড় যখন দেওয়া হচ্ছে, সেটা পরীক্ষা করে নেওয়া উচিত।’
তবে একটা প্রশ্ন থাকছেই। জানুয়ারি থেকে নয়া শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। এখনও সব জেলায় ইউনিফর্ম তৈরির কাপড় পৌঁছয়নি। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কবে পেতে পারে পোশাক? দপ্তর জানিয়েছে, মার্চের মধ্যেই একটি সেট তুলে দেওয়া হবে। সেই লক্ষ্য নিয়ে জেলাগুলিকে কাজ করতে বলা হবে। ইতিমধ্যে আটটি জেলায় কাপড় পাঠানো হয়ে গিয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে বাকি জায়গাতেও পাঠানোর প্রস্তুতি চলছে।-ফাইল চিত্র