নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে বিভিন্ন জায়গায় ড্রপ গেট তৈরি হয়। একসঙ্গে যাতে অনেকে এক জায়গা দিয়ে ঢুকে না পড়তে পারে তার জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকে রাখা হয়। এবার সে রকম ড্রপ গেটে বসানো হচ্ছে ট্রাফিক লাইট। এর ফলে দূর থেকে মানুষ দেখে বুঝতে পারবে কখন থামতে আর কখন এগিয়ে যেতে হবে। ৪০টি স্থান চিহ্নিত করা হয়েছে যেখানে ড্রপ গেট হবে। সূত্রের খবর, লট এইট, কচুবেড়িয়া এবং মেলা গ্রাউন্ডের বিভিন্ন মোড়ে এই ব্যবস্থা থাকবে। সুন্দরবন পুলিশ জেলার সুপারিশ মেনে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার সকালে মেলার প্রস্তুতি দেখতে সাগরে যান রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। ছিলেন এই দপ্তরের আধিকারিকরাও। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারাও ছিলেন। একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানে। জানা গিয়েছে, মেলা উপলক্ষ্যে ১০ হাজারেরও বেশি শৌচালয় থাকবে। সাড়ে ২৬ হাজার আলো বসানো হবে। এক কোটি জলের পাউচ রাখার ব্যবস্থা করবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। থাকবে ৭৬টি জলের কিয়স্ক। বসানো হবে ১ হাজার ৫৪০ জলের ট্যাঙ্ক। নজরদারির জন্য বসানো হচ্ছে ৩১টি ওয়াচ টাওয়ার। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন অঞ্চলে হচ্ছে ২২০ সাবস্টেশন। মোবাইল চার্জিং পয়েন্ট থাকবে ১৫৫টি। নিজস্ব চিত্র