আরএসএসের পশ্চিমবঙ্গ শাখার হেড কোয়ার্টারে বৈঠক করবেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই প্রথমবার
বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বঙ্গ হেড কোয়ার্টার কেশব ভবনে বৈঠক করবেন অমিত শাহ। আগামী মঙ্গলবার মানিকতলার গোয়াবাগানে সংঘের বাড়িতে দু’ঘণ্টা বিভিন্ন বিষয়ে জরুরি আলোচনা সারবেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে এই বৈঠক নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। ওপার বাংলার সঙ্গে পশ্চিমবঙ্গের রয়েছে সুদীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। বিজেপির অভিযোগ, এর মধ্যে অধিকাংশই অরক্ষিত অবস্থায় রয়েছে।জমি অধিগ্রহণ নিয়ে রাজ্য সরকারের অসহযোগিতায় এই উন্মুক্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ চলছে রমরমিয়ে। বাংলাদেশে সম্প্রতি হিন্দু যুবক হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে। বিজেপি সহ বিভিন্ন সংগঠন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনারের অফিসে বিক্ষোভ দেখিয়েছে। এই অবস্থায় রাজ্যে বিধানসভা ভোটের আগে সীমান্তের ওপারে হিন্দু নির্যাতন নিয়ে সরব হচ্ছে গেরুয়া শিবির। সূত্রের দাবি, অমিত শাহ কেশব ভবনে বাংলাদেশ ইস্যুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। বঙ্গ বিজেপির গ্রহণযোগ্যতা নিয়ে এ রাজ্যের বুদ্ধিজীবী মহলে সংশয় রয়েছে। সেই সূত্রে বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরে হিন্দুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আরএসএস-কে আরও সক্রিয় করার আর্জি রাখতে পারেন শাহ। এছাড়া, পাঁচ মাস হল, শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিন্তু এখনও তিনি রাজ্য কমিটি ঘোষণা করতে পারেননি। এনিয়ে কেশব ভবনের সঙ্গে বিজেপি নেতৃত্বের মতানৈক্য হচ্ছে বলে সূত্রের দাবি। অমিত শাহের কেশব ভবন সফরে সেই জটিলতা কাটাতে পারে বলে আশাবাদী বিজেপি নেতাদের একাংশ। উল্লেখ্য, সর্বভারতীয় সভাপতি হিসেবে কেশব ভবনে আগেও পা রেখেছেন শাহ। কিন্তু ২০১৯ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর কখনও আরএসএসের এই সদর দপ্তরে আসেননি তিনি। বর্ষশেষে তাঁর এই সফর তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।