নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষ্যে পাঁচ ও ছয় জানুয়ারি কলকাতায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে লোক ভবন। আর সেই অনুষ্ঠানে অংশ নেবেন পিটি ঊষা, সোনু নিগম, কৈলাস খের, ঊষা উত্থুপ, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, পাপন, শংকর মহাদেবন, কবিতা কৃষ্ণমূর্তি সহ অন্যান্যরা। পাঁচ জানুয়ারি বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত নৈহাটির বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, চুঁচুড়ার বঙ্কিম ভবন এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি মোটরবাইক র্যালি পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তারপর সেখানে লেখকের স্মৃতির উদ্দেশে প্রদীপ (অখণ্ড জ্যোতি) জ্বালানো হবে। এর পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে বঙ্কিমচন্দ্রকে। জানা গিয়েছে, ছয় জানুয়ারি ঠাকুরবাড়ি থেকে অখণ্ড জ্যোতি নিয়ে পায়ে হেঁটে মিছিল হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত। সেখানেই দেশের বিভিন্ন ভাষায় বন্দে মাতরম গাইবেন সোনু নিগম, শ্রেয়া ঘোষালরা। এছাড়াও একবছর ব্যাপী নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে ভারতীয় সংস্কৃতি নিয়ে ‘আর্টস ভিলেজ’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে।