• নিত্যপুজোর স্থায়ী আঙিনা এবার নিউটাউনের ‘দুর্গা অঙ্গন’, সোমবার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরের পর আরও একটি আন্তর্জাতিক মানের স্থাপত্য উপহার পেতে চলেছে বাংলা। ২০২১ সালে ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ সম্মান পেয়েছে বাংলার দুর্গাপুজো। পশ্চিমবঙ্গের এই ঐতিহ্যে নতুন পালক যোগ করতে চলেছে দুর্গা অঙ্গন। যা স্থায়ী আঙিনা হয়ে উঠতে চলেছে দুর্গার নিত্যপুজোর। 

    রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিউটাউন বাস স্ট্যান্ডের বিপরীতে অ্যাকশন এরিয়া ওয়ানে ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠবে দুর্গা অঙ্গন। এই কাজে খরচ ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা। প্রাথমিক নকশা অনুযায়ী, মূল ফটকটি হবে একটি মন্দিরের আকারে। সেখান থেকে দু’দিকে ঘাসের চাদরের মাঝে তৈরি মার্বেলের রাস্তা ধরে পৌঁছতে হবে মূল মন্দিরের প্রবেশপথে। শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে কয়েক মাস হল। এর মধ্যেই সেখানে পুণ্যার্থী সংখ্যা প্রায় এক কোটি ছুঁয়ে ফেলেছে। দুর্গা অঙ্গনও তেমন একটি আকর্ষণীয় কেন্দ্র হতে চলেছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্বে থাকা হিডকোকে দুর্গা অঙ্গন নির্মাণের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্পকলা, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রও থাকছে এই জায়গায়।

    ২০১১ সালের পর নিউটাউনকে রীতিমতো সাজিয়ে গুছিয়ে তুলেছে রাজ্য সরকার। ইকো পার্ক থেকে ওয়াক্স মিউজিয়াম, সবই রাজ্যের নয়া পর্যটন কেন্দ্র হিসেবে উঠে এসেছে। যে কোনও উৎসব তো বটেই এমনি দিনেও ভিড় জমে এই জায়গাগুলিতে। দুর্গা অঙ্গনেও আগামী দিনে একই চিত্র দেখা যাবে বলে আশাবাদী প্রশাসনিক মহল।
  • Link to this news (বর্তমান)