উচ্চশিক্ষায় কেন্দ্রের আনা পরিবর্তনের সমালোচনা দেশের বহু শিক্ষাবিদের
বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু জাতীয় শিক্ষানীতিই নয়, উচ্চশিক্ষা ক্ষেত্রে একের পর এক পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। ইউজিসি সহ উচ্চশিক্ষার যাবতীয় নিয়ামক সংস্থাকে এক ছাতার তলায় একটি সংস্থার (হেকি) অধীনে আনার কাজ চলছে। তবে এই পদক্ষেপগুলির চরম বিরোধিতাও উঠে আসছে শিক্ষা জগৎ থেকেই। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির তামিলনাড়ু শাখা শনিবার আয়োজন করেছিল ‘সেভ পাবলিক এডুকেশন কনফারেন্স’। সেখানে কেন্দ্রের নীতির বিরুদ্ধে সোচ্চার হন শিক্ষাবিদরা।
প্রখ্যাত ইতিহাসবিদ এ করুণানন্দন বিশ্ববিদ্যালয়গুলির স্বায়ত্তশাসন ধ্বংস এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মাধ্যমে শিক্ষার ধর্মনিরপেক্ষ চরিত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। প্রাক্তন উপাচার্য এল ওহর নেসানও উচ্চশিক্ষার কেন্দ্রীকরণের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন। অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি টিচার্সের জোনাল সেক্রেটারি পি রাজাসিমহন তামিলনাড়ু সরকারের আনা বিলের সমালোচনা করেন। তাতে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার
কথা বলা হয়েছে। কমিটির তামিলনাড়ু শাখার সভাপতি এস এইচ থিলাগড় জাতীয় শিক্ষানীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই কমিটি একটি খসড়া শিক্ষানীতি তৈরি করেছে। নাম দেওয়া হয়েছে ‘জনগণের বিকল্প শিক্ষানীতি’। বেঙ্গালুরুতে ২৪ জানুয়ারি পিপলস পার্লামেন্টে সেই খসড়াকে
চূড়ান্ত রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্কর।