নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএমের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে দাঁড়িয়ে ‘এমএলএ’ লেখা গাড়ি। দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শনিবার দুপুরে সিপিএমের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও শ্রীদীপ ভট্টাচার্যর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন নৌশাদ।
বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি-তৃণমূল বিরোধী শক্তিগুলিকে একজোট করতে চাই। আমরা কংগ্রেস ও বামেদের চিঠি পাঠিয়েছিলাম। কংগ্রেস জবাব দেয়নি। বামফ্রন্ট যোগাযোগ করেছিল। কোথায় কোন দলের প্রার্থী দিলে ভালো হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। গোটা প্রক্রিয়া যেন মসৃণভাবে হয়, সেই জন্যই বৈঠক।
তিনি আরও বলেন, বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আইএসএফ ত্যাগ করতে প্রস্তুত। ক’টা আসন নৌশাদরা চাইছেন? সরাসরি উত্তর না দিলেও তিনি জানিয়েছেন, অবশ্যই দুই সংখ্যার। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, প্রাথমিক আলোচনা হয়েছে। বিজেপি-তৃণমূল বিরোধী শক্তিতে শামিল হওয়ার কথা তাঁরা জানিয়েছেন। শক্তির ভিত্তিতে যুক্তিসঙ্গত আসন সমঝোতার কথা আলোচনা হয়েছে।