• নারী সুরক্ষায় বড় পদক্ষেপ, অ্যাপ-ক্যাবে নতুন গাইডলাইন জারি কেন্দ্রের
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৫
  • অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবায় যাত্রী নিরাপত্তা ও চালকদের স্বার্থের কথা মাথায় রেখে নতুন নিয়ম আনল কেন্দ্র সরকার। মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইনস ২০২৫-এ কিছু সংশোধনী এনে অ্যাপ-ভিত্তিক সংস্থাগুলির জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে।

    বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই নিয়ম আনা হয়েছে। এখন থেকে অ্যাপে এমন একটি অপশন থাকবে, যার মাধ্যমে মহিলা যাত্রীরা চাইলে নিজেদের গন্তব্যে পৌঁছনোর জন্য মহিলা চালককে বেছে নিতে পারবেন (যদি সেই সময় চালক ফাঁকা থাকেন)। কেন্দ্র জানিয়েছে, মহিলাদের সফর আরও আরামদায়ক ও নিরাপদ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    অন্য দিকে, গন্তব্যে পৌঁছনোর পরে যাত্রীরা চাইলে খুশি হয়ে চালককে আলাদাভাবে টিপস দিতে পারবেন। তবে এই নিয়মটি ঐচ্ছিক। কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে যে, টিপসের পুরো টাকাটাই চালকের কাছে যাবে। কোনও কোম্পানি সেখান থেকে এক টাকাও কাটতে পারবে না। তবে এক্ষেত্রে টিপস দেওয়ার জন্য যাত্রীদের উপরে কোনওভাবেই জোর করা যাবে না।

    কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক ইতিমধ্যেই সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়ে এই নিয়ম দ্রুত কার্যকর করতে বলেছে। উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের পরিবহণ দপ্তর এই নিয়ম কড়াকড়ি ভাবে মেনে চলার আশ্বাস দিয়েছে। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক এবং কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষের পরামর্শ মেনেই এই পরিবর্তনগুলি আনা হয়েছে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)