• ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী, অশান্তির পরিবেশ বাংলাদেশে, কোন খবরে নজর?
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৫
  • রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১১:০০ টায় (ভারতীয় সময়) জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। অল ইন্ডিয়া রেডিয়ো এবং দূরদর্শনে এটি সম্প্রচার করা হবে।

    ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য শুনানি পর্ব শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে একাধিক অভিযোগ উঠে আসছে এই শুনানি পর্বকে ঘিরে। ভোটারদের হয়রানি সহ্য করতে হচ্ছে বলেও অভিযোগ। এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

    বাংলাদেশে অশান্তির পরিবেশ অব্যাহত। সংখ্যালঘুদের উপরে অত্যাচার, হেনস্থার খবর উঠে এসেছে গত কয়েকদিন ধরে। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর থাকবে।

    রবিবার ইন্ডিগোর ১৩টি ফ্লাইট পরিষেবা বাতিল করা হয়েছে। মুম্বই, হায়দরাবাদ, অমৃতসর, বেঙ্গালুরু, দিল্লি, গয়া, কলকাতা, চেন্নাই, জয়পুর, পুনে শহরের ফ্লাইট পরিষেবা ব্যাহত হতে পারে বলে খবর। যাত্রীদের ভোগান্তির খবরে নজর থাকবে।

  • Link to this news (এই সময়)