• Breaking News LIVE: বিহারে মর্মান্তিক রেল দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ির ১৯টি বগি
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৫
  • বিহারে মর্মান্তিক দুর্ঘটনা। আসানসোল থেকে সীতামারহি যাওয়ার পথে মালগাড়ির ১৯টি বগি বেলাইন হয়ে যায়। সিমুলতলা স্টেশনের কাছে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। দূরপাল্লার বহু ট্রেন আটকে রয়েছে বলে জানা গিয়েছে।

    গীতাপাঠের আসরে চিকেন প্যাটি বিক্রেতাকে মারধরের ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার সাংবাদিক সম্মেলনে ঘটনার কথা উল্লেখ করে বিজেপিকে গীতার শ্লোক মনে করিয়ে দিয়েছেন তিনি। সেই ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে ‘খাদ্য ফ্য়াসিস্ট’ বলে কটাক্ষ করল তৃণমূল। X হ্যান্ডলে তারা লিখেছে, ‘লোকের থালা পাহারা দেওয়াই এখন দলটার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।’

    কেরালায় ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার শ্রীকাণ্ডাপুরমের কাছে ট্রাক উল্টে মৃত্যু হলো দুই পরিযায়ী শ্রমিকের। গুরুতর জখম ১৩ জন। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তদন্ত করে দেখছে পুলিশ।

    বছরের শেষ পর্বে স্লগ ওভারের মতো ব্যাট চালাচ্ছে শীত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার আকাশ পরিস্কার থাকবে। ভোরে হালকা কুয়াশা ছিল। তবে বেলা গড়ালেই ঝকঝকে রোদ উঠতে চলেছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)