এই সময়, বনগাঁ: সার–এর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন মতুয়ারা। কমিশনের নিয়ম মেনে আদৌ তাঁরা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেক মতুয়া। সেই আশঙ্কার মধ্যেই শনিবার সার–এর শুনানিতে অংশ নিলেন বহু মতুয়া সম্প্রদায়ের মানুষ।
এ দিন দুপুর ১২টা থেকে শুনানি শুরু হয় বনগাঁ এসডিও অফিসে। মতুয়া সম্প্রদায়ের বহু মানুষকে সেই শুনানি কেন্দ্রের বাইরে লাইনে অপেক্ষা করতে দেখা গিয়েছে। অনেকেই প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড, আধার, প্যান কার্ড, জাতিগত শংসাপত্র নিয়ে শুনানিতে হাজির হন। গন্ডগোলের আশঙ্কা থাকলেও এ দিন নির্বিঘ্নেই শুনানি শেষ হয়। তাঁদের মধ্যে কেউ কেউ অবশ্য হয়রানির অভিযোগ তুলেছেন। মতুয়াদের ভরসা দিতে সেখানে হাজির ছিলেন তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র চৌধুরী।
শুনানি কেন্দ্রের বাইরে অপেক্ষারত সৌরভ রায়, ব্রজেন বিশ্বাসরা জানান, তাঁরা বহু বছর ধরেই ভারতে বসবাস করছেন। এ দেশের ভোটার কার্ড, আধার, প্যান কার্ড রয়েছে। ভোটার কার্ড দেখিয়ে বহুবার ভোট দিয়েছেন। সৌরভের কথায়, ‘আমাদের ভোটে জয়ী হয়েই তো বনগাঁর সাংসদ হয়েছেন শান্তনু ঠাকুর। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। এখন আবার ফের আমাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। কমিশনের পক্ষ থেকে যে নথিগুলি চাওয়া হয়েছে, সেগুলো আমাদের কাছে নেই। ফলে আমরা আশঙ্কায় রয়েছি।’
এ প্রসঙ্গে সুকেশ চন্দ্র চৌধুরী বলেন, ‘আতঙ্ক নিয়েই মতুয়ারা শুনানিতে অংশ নিয়েছেন। দেখা যাক, আগামী দিনে কী হয়।’
উত্তর ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি সার–এর শুনানি কেন্দ্র করা হয়েছে ব্যারাকপুরে। সেখানে মোট ৮০টি শুনানি কেন্দ্র রয়েছে। সবচেয়ে কম শুনানি কেন্দ্র হয়েছে বনগাঁয়। যদিও সেটা মতুয়া অধ্যুষিত এলাকা। বনগাঁয় এখনও পর্যন্ত মোট ৩০টি শুনানি কেন্দ্র করা হয়েছে। এছাড়াও বারাসত, বসিরহাট এবং বিধাননগরে ৪০টি করে শুনানি কেন্দ্র করা হয়েছে। শুনানিতে প্রতিটি বিধানসভায় একজন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং ১০ জন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এইআরও) দায়িত্বে রয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুনানিতে জমা পড়া সমস্ত নথি সংরক্ষণ করে রাখার জন্য ডিজিটাইজ়ড করা হচ্ছে।
কমিশনের হিসেব অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলায় মোট ভোটার সংখ্যা ৮৩ লক্ষ ৬৮১ জন। তার মধ্যে ৭ লক্ষ ৯২ হাজার ১৩৩ জনের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকায়। আর শুনানিতে ডাক পড়েছে ২২ লক্ষ ৯৪ হাজার ৭২২ জনের। বনগাঁ মহকুমায় ১ লক্ষ ৩৪ হাজার ৭৬২ জনকে শুনানিতে হাজির হতে হবে।