• মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ! প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মৃত্যু অভিজ্ঞ পাইলটের
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৫
  • হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করার সময়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক অভিজ্ঞ পাইলটের। মৃত পাইলটের নাম মোহন সিং। এ দিন তাঁর সঙ্গে একজন পর্যটকও ছিলেন। টেক-অফের কিছুক্ষণ পরেই প্যারাগ্লাইডারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে রাস্তায় আছড়ে পড়ে। বর্তমানে পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ সূত্রের খবর, মোহন সিং মান্ডি জেলার বারোটের বাসিন্দা ছিলেন। শুক্রবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের কাংড়া জেলায় বীর বিলিং-এ প্যারাগ্লাইডিং করার সময়ে দুর্ঘটনাটি ঘটে। বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের কর্তারা জানিয়েছেন, টেক অফের কিছুক্ষণ পরে মাঝ-আকাশেই প্যারাগ্লাইডারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সেই সময়ে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরে প্যারাগ্লাইডারটি পাইলট ও একজন যাত্রীকে নিয়ে সোজা পাহাড়ের নিচের রাস্তায় গিয়ে আছড়ে পড়ে।

    পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় পাইলট মোহন সিং গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই তাঁর মৃত্যু হয়। কাংড়ার জেলা পর্যটন উন্নয়ন কর্তা বিনয় কুমার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে মোতায়েন থাকা মার্শাল ও প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছ থেকে সমস্ত নথি তলব করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

    এই ঘটনার পরে বীর বিলিং-এ সমস্ত প্যারাগ্লাইডিং একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ঘটনার পরে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন উঠল বলে অনেকে মনে করছেন।

  • Link to this news (এই সময়)