• মুখ্যমন্ত্রীর নাম ভাঁড়িয়ে ঋণ প্রতারণা, সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন নিয়ে সতর্কবার্তা পুলিশের
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৫
  • মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো বিজ্ঞাপনের বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ। মুখ্যমন্ত্রীর নাম এবং ছবি ব্যবহার করে প্রতারকরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের ভুয়ো বিজ্ঞাপন এবং ভিডিয়ো ছড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সব পোস্টে সহজে ঋণ দেওয়ার কথা জানানো হচ্ছে প্রতারকদের তরফে। কিন্তু এই ধরনের কোনও প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের তরফে করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে ফেসবুক পোস্টের মাধ্যমে ‘জনসাধারণের জন্য সতর্কবার্তা’ দিয়েছে পুলিশ। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেখুন সেই পোস্টে কী জানিয়েছে পুলিশ।

    ভুয়ো বিজ্ঞাপনগুলিতে কী দাবি করা হয়েছে?

    • ‘তৎক্ষণাৎ ঋণ’

     • ‘CIBIL ছাড়াই ঋণ’

     • ‘সরকারি অনুমোদিত ঋণ প্রকল্প’

     • ‘কোনো যাচাই ছাড়াই ঋণ’

    গুরুত্বপূর্ণ ঘোষণা

     • এই ধরনের কোনো ঋণ প্রকল্প মাননীয়া মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত বা অনুমোদিত নয়।

     • এই বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক।

     • মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করা অবৈধ ও অননুমোদিত।

    প্রতারকরা সাধারণত

     • ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেয়

     • ভুয়ো অ্যাপ, ওয়েবসাইট বা WhatsApp নম্বরে নিয়ে যায়

     • আধার, PAN, OTP, ব্যাংক তথ্য চায়

     • প্রসেসিং ফি বা অগ্রিম টাকা দাবি করে

     • টাকা পাওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়

     • ‘CIBIL ছাড়াই ঋণ’ বা ‘সরকারি ঋণ’ দাবিকৃত বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না

     • অচেনা লিংক বা অ্যাপ ইনস্টল করবেন না

     • OTP, ব্যাংক তথ্য বা পরিচয়পত্র শেয়ার করবেন না

     • ঋণের ক্ষেত্রে কেবলমাত্র অনুমোদিত ব্যাংক, NBFC বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন

     • কোনো অর্থ প্রদান করবেন না

     • অবিলম্বে অভিযোগ করুন

     • সাইবার অপরাধ হেল্পলাইন: 1930

     • www.cybercrime.gov.in

     • স্ক্রিনশট, লিংক, ফোন নম্বর ও লেনদেনের তথ্য সংরক্ষণ করুন

  • Link to this news (এই সময়)