• গোটা বাংলায় হাড়কাঁপানো শীত, বর্ষবরণে কততে নামবে পারদ? জানুন ২৩ জেলার আপডেট
    আজ তক | ২৮ ডিসেম্বর ২০২৫
  • বর্ষ শেষের দিনগুলিতে জাঁকিয়ে শীতের দাপট থাকবে গোটা রাজ্যে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার চলতি মরশুমের শীতলতম সকালের সাক্ষী থাকল কলকাতাবাসী। তাপমাত্রা কমে দাঁড়ায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা শহরে এখনও পর্যন্ত মরশুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি ঠান্ডায় জবুথবু উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলা। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    হাওয়া অফিসের পূর্বাভাস
    রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে। বর্ষ শেষের দিনগুলিতে জাঁকিয়ে শীতের পরিস্থিতি গোটা বঙ্গে। তবে শীতের এই দাপট বেশিদিনের নয়। নতুন বছরের শুরুতেই শীতে সাময়িক কোপ পড়তে চলেছে। হাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের পারদ চড়বে দক্ষিণবঙ্গে। ১ জানুয়ারিতেই ১৫ ডিগ্রির ঘরে কলকাতার পারদ পৌঁছে যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া দফতর বলছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার প্রভাব পড়তে চলেছে বঙ্গে। জম্মু-কাশ্মীরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী ৩০ ডিসেম্বর মঙ্গলবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে উর্ধ্বমুখী হতে পারে পারদ।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শীতের আমেজ স্পষ্ট।  ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে নেমেছে বাঁকুড়া-বীরভূমের পারদ। পশ্চিমের কোনও কোনও জায়গায় ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। সোমবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।  তবে তারপর দু-তিন দিনের মধ্যই দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে। 

    উত্তরবঙ্গের পরিস্থিতি
    উত্তরবঙ্গে বেশিরভাগ জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে, পরে আস্তে আস্তে পরিষ্কার হবে আকাশ। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নীচে নামতে পারে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নীচের দিকে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। 

    কলকাতা নিয়ে পূর্বাভাস
    কলকাতার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে।  গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ধারাবাহিক ভাবে কমেছে। গত বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা নেমেছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তার চেয়ে সামান্য কমে সর্বনিম্ন তাপমাত্রা হয় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। কলকাতায় শীতের দাপট স্পষ্ট। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত এই শীতের পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার ও বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে। পরবর্তী দু’-তিন দিনে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ  রবিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি।
  • Link to this news (আজ তক)