• গোরুমারায় নতুন অতিথিকে দেখতে উৎসাহ পর্যটকদের মনে
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গোরুমারায় নতুন অতিথি। শীতের সকালে কুয়াশার চাদরের ফাঁক দিয়ে দেখা দিল সে। তাকে দেখামাত্রই আনন্দে আত্মহারা হয়ে উঠলেন পর্যটকরা। ভাবছেন, কে সেই অতিথি? সে হল গোরুমারার একশৃঙ্গ গন্ডারের শাবক। মায়ের সঙ্গে গুটি গুটি পায়ে রামসাই মেদলায় লবণের গোলায় লবন খেতে এসেছিল। মেদলা ওয়াচ টাওয়ার থেকে তাকে দেখতে পেয়ে খুশিতে মন ভরে যায় পর্যটকদের। কেউ মোবাইলে, কেউ বা ক্যামেরায় ওই গন্ডার শাবকের ছবি তুলতে ঝাঁপিয়ে পড়েন। অনেকে মায়ের সঙ্গে গন্ডার শাবকটির খুনসুটি তারিয়ে তারিয়ে উপভোগ করতে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে চোখ রাখেন দূরবীনে।অনেকটা সময় ধরে গন্ডার শাবকটি পর্যটকদের নজরের মধ্যে ঘোরাফেরা করেছে। তার মা যখন লবণের গোলা থেকে লবণ খেতে ব্যস্ত, তখন তাকে ঘিরে ঘুরতে দেখা গিয়েছে শাবকটিকে। বন দপ্তরের গাইডরা বলছেন, গোরুমারায় নতুন অতিথির বয়স সবেমাত্র এক সপ্তাহ। বনকর্মীরা তার উপর বিশেষ নজর রেখেছেন। জঙ্গলে তার গতিবিধিতে লক্ষ্য রাখছেন। তাতে দেখা যাচ্ছে, সবসময়ে মায়ের সঙ্গেই থাকছে গন্ডার শাবকটি। মা তাকে কচি ঘাসের জঙ্গলে নিয়ে যাচ্ছে। কখনও নিয়ে যাচ্ছে নদীর ধারে কিংবা লবণের গোলায়। একটু একটু করে খাওয়ানো শেখাচ্ছে।
  • Link to this news (বর্তমান)