• দীঘায় সমুদ্র থেকে উদ্ধার হওয়া পর্যটকদের জগন্নাথ মন্দির পরিদর্শনের ব্যবস্থা করল প্রশাসন
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে জলপথে দীঘা আসার পথে বিপত্তি। ট্রলারের যান্ত্রিক ত্রুটির জেরে আটকে যান ২৩ জন পর্যটক। হ্যাম রেডিও-র মাধ্যমে খবর পেয়ে তাঁদের উদ্ধার করে প্রশাসন। তারপর তাঁদের দীঘায় থাকা খাওয়া এবং জগন্নাথ মন্দির দর্শনের ব্যবস্থা করছে প্রশাসন। গতকাল, শনিবার রাতে তাঁদের প্রত্যেককে উদ্ধার করা হয়। রাতেই ঘটনাস্থলে যান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিণ ইসমাইল। দীঘা আসার পথে সি-বিচ থেকে বেশ কয়েক নটিক্যাল মাইল দূরে আটকে পড়েছিল পর্যটকদের ট্রলারটি। সিভিল ডিফেন্সের দু’টি বোট নিয়ে নুলিয়ারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। ২৩ জনকেই উদ্ধার করে দীঘায় আনা হয়েছে।তাঁদের প্রত্যেকের নথিপত্র যাচাই করেছে পুলিশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে থাকা ও খাওয়ার ব্যবস্থার পাশাপাশি আজ, রবিবার দীঘায় জগন্নাথ মন্দির দর্শনের ব্যবস্থা করা হবে। তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। পাথরপ্রতিমার মঙ্গলদীপ দাস, শুভদীপ দাস, পূর্ণেন্দু জানা, বিমান ভুঁইয়ারা ট্রলারে চড়ে জলপথে দীঘা পাড়ি দিয়েছিলেন। দীঘার সমুদ্রেই তাঁদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়, তাতেই বিপত্তি ঘটে যায়। জগন্নাথ মন্দির দর্শনের জন্য তাঁদের এই সফর বলে জেলাশাসককে জানান পাথরপ্রতিমার ওই যুবকরা। তারপরই প্রশাসনের উদ্যোগে তাঁদের সবরকম ব্যবস্থা করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)