• ব্রিজের উপরে লাইনচ্যুত মালগাড়ি, দুর্ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে পরিষেবা ব্যাহত
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফের রেল দুর্ঘটনা। এবার মালগাড়ির দুর্ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ল হাওড়া-নয়াদিল্লি মেন লাইন। যার ফলে বাতির করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিভূতি, পূর্বা’র মতো এক্সপ্রেস ট্রেনগুলি। গতকাল, শনিবার শীতের রাতে বিহারের শিমুলতলা স্টেশনের কাছে, দেলুয়াবাজার এলাকায় ব্রিজের উপরে লাইনচ্যুত হয়ে যায় একটি সিমেন্ট বোঝাই মালগাড়ি। ওই মালগাড়ির বেশ কয়েকটি বগি ব্রিজ থেকে নীচে নদীতে পড়ে যায়। বাকি কয়েকটি বগি পাশের লাইনে উল্টে পড়ে যায়। যার ফলে ঘটে বিপত্তি। ব্যাহত হয়ে যায় ট্রেন চলাচল।রেল সূত্রে খবর, সিমেন্টবোঝাই মালগাড়িটি জসিডি থেকে ঝাঝার দিকে যাচ্ছিল। গতকাল, রাতে দেলুয়াবাজার হল্ট স্টেশনের কাছে ৬৭৬ নম্বর সেতুর উপর মালগাড়িটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু গুরুত্বপূর্ণ লাইনে পরিষেবা ব্যাহত হচ্ছে। জসিডি হয়ে আসা বহু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করছে রেল। বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। লাহাবন, শিমুলতলা, জসিডি, মধুপুর, দুর্গাপুর স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। এই দুর্ঘটনার খবর পেয়েই আসানসোল ডিভিশন থেকে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। শুরু হয়েছে উদ্ধারকাজ। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানিয়েছেন, একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রাথমিক লক্ষ্য ওই সেকশনে রেল পরিষেবা স্বাভাবিক করা। 
  • Link to this news (বর্তমান)