ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের রহস্যমৃত্যু! প্রেমের জালে ফাঁসিয়ে খুনের অভিযোগ SI-এর বিরুদ্ধে
প্রতিদিন | ২৮ ডিসেম্বর ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: ক্যানিংয়ে এক মহিলা হোমগার্ডের রহস্যমৃত্যু! পুলিশ কোয়াটারে উদ্ধার ঝুলন্ত দেহ। থানারই এক পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, থানার এক এসআই সায়ন ভট্টাচার্য প্রেমের জালে ফাঁসিয়ে তাঁদের মেয়েকে খুন করেছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার এলাকায়। কী করে মৃত্যু? খুন নাকি আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতার নাম গুলজান পারভিন মোল্লা। বয়স ২২ বছর। তিনি জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকার বাসিন্দা। দু’বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে গিয়ে খুন হন পারভিনের বাবা রশিদ মোল্লা। তারপরই বাড়ির বড় মেয়ে গুলজানকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়। ক্যানিং থানায় পোস্টিং ছিল তাঁর।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডিউটি ছেড়ে ক্যানিং থানার পেছনে থাকা কোয়াটারে গিয়েছিলেন গুলজান। তারপর বাড়ির থেকেই বারবার ফোন করার হলেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। সারাদিন যোগাযোগ করতে না পেরে বাড়ির লোকজন চলে আসেন ক্যানিং থানায়। বোন রুকসানা খাতুন চলে যায় দিদির কোয়ার্টারে। দরজা ভেজানো অবস্থায় ছিল। তা খুলতেই সিলিংয়ে দিদিকে ঝুলন্ত অবস্থায় দেখে রুকসানা।
তারপরই খবর দেওয়া হয় ক্যানিং থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবার গুলজানকে খুনের অভিযোগ তুলেছে। থানার এসআই সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তদন্তে নেমেছে পুলিশ। খুন নাকি, আত্মহত্যা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাড়ির বড় মেয়েকে অকালে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার।