দেশের অগ্রণী জাহাজ নির্মাণ সংস্থা কোচিন শিপ ইয়ার্ড লিমিটেড হুগলি নদীর পশ্চিম কূলে হাওড়ায় তাদের জাহাজ নির্মাণ কারখানা তৈরি করেছে। কলকাতা তথা বন্দরের সহযোগিতায় দুই সংস্থা যৌথ ভাবে জাহাজ মেরামতির কাজ করছে। দুই সংস্থার অংশীদারিত্বে গড়ে ওঠা জাহাজ মেরামতির ইউনিট দেশের পূর্ব উপকূলে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে। সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন কেরলের কোচিন শিপ ইয়ার্ডের মূল কারখানা পরিদর্শনে যান। সেখানে দুই সংস্থার সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা নিয়ে আলোচনাও হয়। পরে কোচিন শিপ ইয়ার্ডের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মধু এস নায়ার কলকাতা বন্দরের চেয়ারম্যানের হাতে দুই সংস্থার যৌথ অংশীদারিত্বে জাহাজ মেরামতির কারখানার লভ্যাংশ হিসেবে ৫.৯৪ কোটি টাকার চেক তুলে দেন। কলকাতা বন্দরের চেয়ারম্যান জানান, তাঁরা জাহাজ মেরামতি কাজের সম্প্রসারণ ঘটাতে চান।