বারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হল আরও একটি চটকল, ১০ দিনে তৃতীয়
বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
বারাকপুর, ২৭ ডিসেম্বর: বন্ধ হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের আরও একটি জুটমিল। যার ফলে কর্মহীন হলেন কয়েক হাজার শ্রমিক। গত দশদিনের মধ্যে এই শিল্পাঞ্চলের মোট তিনটি চটকলে তালা ঝুলল বলে জানা গিয়েছে।
এমনিতে রাজ্যের চটকলগুলির অবস্থা ভালো নয়। অধিকাংশই কোনও রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তার মধ্যে কাঁচামালের অভাব, পাটের মূল্যবৃদ্ধি সহ নানা সমস্যা পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছে। দিন যত বাড়ছে সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। গত সোমবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলান হয়েছিল জগদ্দলের জে জে আই জুটমিলে। কারণ হিসেবে পাটের অত্যধিক মূল্যবৃদ্ধি ও মজুত পাট না থাকার বিষয়টি তুলে ধরা হয়েছিল। রাতারাতি কর্মহীন হয়ে পড়েন প্রায় ৫ হাজার শ্রমিক। এর ঠিক পাঁচ দিনে মাথায় জগদ্দলেরই অ্যালায়েন্স জুট মিল বন্ধ করে দেওয়া হল। শনিবার সকালে নোটিশ দিয়ে এই সিদ্ধান্ত জানায় মিল কর্তৃপক্ষ। নতুন বছর পড়তে আর মাত্র চারদিন বাকি। হঠাৎ চাকরি চলে যাওয়ায় হাহাকার শ্রমিক মহল্লায়।
বারাকপুর শিল্পাঞ্চলে আরও মোট ১৮টি জুটমিল রয়েছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে। চিন্তায় শ্রমিক সংগঠনগুলিও। চলতি সংকট মোকাবিলায় তারা প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ দাবি করেছে।