• পূর্ব বর্ধমানের জামালপুরে বোমা উদ্ধার, শুরু রাজনৈতিক তরজা
    আজ তক | ২৮ ডিসেম্বর ২০২৫
  • রাজ্যে চলছে SIR। আর কটা মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগেই বোমা, অস্ত্র উদ্ধার বেড়ে গিয়েছে। আর এই ঘটনা যদিও নতুন কিছু নয়। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র, বোমার আতুঁড়ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রসস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের বোমা উদ্ধার। এবার ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চঞ্চল্য ছডিয়েছে  পূর্ব বর্ধমানের জামালপুর এলাকায়। তবে কে বা কারা এই তাজা বোমা গুলোকে ওখানে রাখল, কেনই বা রেখেছিল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাব্বিশের ভোটের আগেই কি রাজ্যে অশান্তির ডামাডোল শুরু?

    ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের উত্তর মোহনপুর এলাকার। ক্যানেলের বাঁধের ধারে একটি বাজারের ব্যাগে রাখা ছিল বোমা। আর তা দেখতে পেয়ে স্থানীয়রা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই লোকাল থানায় খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসে ওই বোমা গুলোকে উদ্ধার করে। এরপরই খবর দেওয়া  হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যাগের মধ্যে থেকে ৬টি তাজা বোমা উদ্ধার হয়েছে। শনিবার দমকল বাহিনী, পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বোম ডিসপোজাল স্কোয়াড বোমা গুলোকে নিষ্ক্রিয় করে। তবে হঠাৎ জামালপুর এলাকার ক্যানেল বাঁধের ধারে এই রকম বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা এই বোমাগুলোকে এখানে রাখল তা তদন্ত করে দেখছে জামালপুর থানার পুলিশ।

     ইতিমধ্যেই এই বোমা উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপি নেতা মৃতাঞ্জয় চন্দ্র বলেন- SIR আবহে ভোট প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার একটা চক্রান্ত করছে তৃণমূল। মানুষজনদের আতঙ্কিত করার জন্যই বোমা রাখা হয়েছিল। অন্যদিকে তৃণমূল নেতা দেবু টুডু বলেন, এ সব বিজেপির চক্রান্ত। বাংলাকে অশান্ত প্রমাণ করার জন্য বিজেপির মিথ্যা অপচেষ্টা।

    রিপোর্টার- সুজাতা মেহেরা
  • Link to this news (আজ তক)