নতুন বছরে রেলের যাত্রীদের জন্য বড় খবর। নয়া টাইম টেবিল কার্যকর করতে চলেছে পূর্ব রেলওয়ে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই এই নতুন টাইম টেবিল কার্যকর হতে চলেছে। নয়া টাইম টেবিলে দেখা যাচ্ছে এবার শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেনের (প্রায় ১০০টি) সময়ে বদল এসেছে। সেগুলি কোন কোন ট্রেন? তালিকা দেখে নেওয়া যাক-