জিতের অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা বিষ্ণুপুরে, জখম একাধিক
বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, বিষ্ণুপুর: অভিনেতা জিতের অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা বিষ্ণুপুর মেলার পঞ্চম দিনে। বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে জখম একাধিক ব্যক্তি। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও কারোর আঘাত গুরুতর নয়। সেই কারণে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল, শনিবার রাত আটটা নাগাদ অভিনেতা জিৎ বিষ্ণুপুর মেলার অনুষ্ঠান মঞ্চে ওঠেন। তাঁকে দেখার জন্য তার আগে থেকেই কাতারে কাতারে জোড়ো হন অভিনেতার ভক্ত থেকে দর্শকরা। মেলার মাঠ ছাড়িয়ে ভিড় উপছে পড়ে রাস্তায় চলে যায়। বহু মানুষ মাঠে প্রবেশ করতে না পেরে রাস্তাতেই ভিড় জমান। তখন থেকেই ঠেলাঠেলি শুরু এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়।অভিনেতা জিৎ অনুষ্ঠান শেষ করার পরেই, গণ্ডগোল বাঁধে। বিপুল পরিমাণ দর্শকরা বাড়ি ফেরার জন্য মাঠ ছেড়ে রাস্তার উপরে আসতেই বিশৃঙ্খলা চরমে ওঠে। পুলিশের পক্ষে যা সামাল দেওয়া সম্ভব হয়নি। ভিড়ের চাপে ও ঠেলাঠেলিতে বহু জন আহত হন। পদপিষ্টের জেরে কয়েকজন জখম হন। রাস্তার ধারে ও মেলায় থাকা দোকানগুলিতে লুটপাট ও ভাঙচুর চালায় একদল জনতা। সেই সঙ্গে মঞ্চের সামনে পাতার চেয়ারেও ভাঙচুর করা হয়। কয়েকশো চেয়ার ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।