• মাত্র আট মাসেই দীঘায় জগন্নাথ মন্দিরের পুণ্যার্থী সংখ্যা এক কোটি ছুঁল
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: চলতি বছরের ৩০ এপ্রিল উদ্বোধনের পর এক বছরেরও কম সময়ের মধ্যে এক কোটি পুণ্যার্থী দীঘা’র জগন্নাথ মন্দিরের দর্শন সেরে ফেললেন। আজ, রবিবার ২৮ ডিসেম্বর মন্দিরে আগত এ যাবৎ মোট পুণ্যার্থী সংখ্যা এক কোটির মাইলস্টোন ছুঁল। এমনটাই জানিয়েছেন দীঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত ও ট্রাস্ট বোর্ডের সদস্য রাধারমণ দাস। জগন্নাথ দেবের অপরিসীম আধ্যাত্মিক আকর্ষণেই এমনটা হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষের দাবি। এদেশের পাশাপাশি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকেও ভক্তরা এসেছেন।মন্দির উদ্বোধনের পর দীঘার চেহারায় আমূল পরিবর্তন এসেছে। হোটেল, লজ, পরিবহণ পরিষবা থেকে রেঁস্তরা, ফুল বিক্রেতা, কারুশিল্পী, পুরোহিত থেকে ক্ষুদ্রব্যবসায়ী সকলেই লাভবান হচ্ছেন। রাধারমণ দাস বলেন, এক কোটি ভক্ত আগমন কেবল একটি সংখ্যাগত সাফল্য নয়, এটি জগন্নাথদেবের সর্বজনীন আলিঙ্গনের এক পবিত্র স্বীকৃতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই। তাঁর দূরদর্শী উদ্যোগে এই মন্দির তৈরি হয়েছে। এই প্রকল্প শুধু বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যকে সুদৃঢ় করেনি, সাধারণ মানুষের জন্য স্থায়ী অর্থনৈতিক সম্ভাবনারও সৃষ্টি করেছে। কোটিতম ভক্ত হিসেবে টালিগঞ্জের বাসিন্দা সুরজিৎ জানার মেয়ে কাকলি জানাকে বিশেষ সম্মান জানাল মন্দির কর্তৃপক্ষ। বিশেষ দর্শন, মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। 
  • Link to this news (বর্তমান)